দক্ষিণবঙ্গ

দুই সিভিক ভলান্টিয়ারের উপস্থিত বুদ্ধিতে বাঁচল প্রাণ

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: রাজ্য রাজনীতি থেকে আদালতে চলা মামলা মোকদ্দমায় কাঠগড়ায় সিভিক ভালন্টিয়ার নিয়োগ। কিন্তু, শান্তিপুরে দুই সিভিক ভলান্টিয়ারের তৎপরতা প্রশংসা কুড়িয়েছে মানুষের। তাঁদের উপস্থিত বুদ্ধিতে প্রাণ বাঁচল এক যুবকের। 
কী ঘটেছিল ঘটনাটি? পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২০ অক্টোবর রাতে হঠাৎ একটি অস্বাভাবিক মেসেজ আসে শান্তিপুর থানার ফুলিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের মোবাইলে। অচেনা নম্বর থেকে আসা সেই মেসেজ পড়েই আধিকারিক বুঝে যান, বার্তার প্রেরক আত্মঘাতী হওয়ার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি সংশ্লিষ্ট এলাকায় থাকা দুই সিভিক ভলান্টিয়ার প্রকাশ ভদ্র এবং বিশ্বনাথ সরকারকে জানিয়ে যুবকের ব্যাপারে খোঁজ নেওয়ার নির্দেশ দেন। কিছু অঘটন ঘটতে পারে এই আশঙ্কায় মধ্যরাতেই ওই যুবকের বাড়িতে পৌঁছন প্রকাশ ও বিশ্বনাথ। সেই সময় বাড়ির লোকজন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ডাকাডাকির পর বাড়ির লোকজন দরজা খুলতেই তাঁরা কালবিলম্ব না করেই ওই যুবকের ঘরে বন্ধ দরজা ভেঙে ফেলেন। ততক্ষণে সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিলেন যুবক। দুই সিভিক ভলান্টিয়ার দ্রুত তাঁকে সেখান থেকে নামিয়ে লাগাতার বুকে দু’হাতে চাপ দিয়ে হৃদযন্ত্র সচল করার চেষ্টা করেন। মেডিক্যাল পরিভাষায় যাকে বলে ‘চেস্ট কম্প্রেশন’। তাতেই পুনরায় শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে আত্মহত্যার চেষ্টা করা ওই যুবক। এরপর ওই দুই সিভিক ভলান্টিয়ার তাঁকে চিকিৎসার জন্য নিয়ে ছোটেন ফুলিয়া হাসপাতালে। প্রাণ বাঁচে ওই যুবকের। বর্তমানে তিনি সুস্থই রয়েছেন।
রানাঘাটের এসডিপিও সবিতা গটিয়াল বলেন, দুই সিভিক ভলান্টিয়ার তৎপরতা দেখিয়েছেন। তাঁরা একটা মানুষের প্রাণ বাঁচিয়েছেন। বিষয়টি একজন মানুষ হিসেবে যথেষ্ট গর্ব করার মতো।
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা