দক্ষিণবঙ্গ

স্ত্রীকে ফিরিয়ে নিতে এসে শ্বশুরবাড়িতে অপমান

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: স্ত্রীর মান ভাঙিয়ে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়েছিলেন স্বামী। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন স্ত্রীর সঙ্গে দেখা তো করতেই দিল না, উল্টে খেদিয়ে তাড়িয়ে দেওয়া হয় বাড়ির জামাইকেই! তার জেরে অপমানে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন যুবক। সোমবার দুপুরে রানাঘাটের সড়ক পাড়ার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তাঁকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমুদ্রগড় এলাকার ওই যুবক বিয়ে করেছিলেন রানাঘাট তালপুকুরপাড়া সংলগ্ন দাস পাড়ার এক যুবতীকে। দিন কয়েক আগে স্বামীর সঙ্গে ঝগড়া হয় ওই যুবতীর। তাই রাগে শ্বশুরবাড়ি থেকে দাসপাড়ায় নিজের বাপেরবাড়ি চলে আসেন যুবতী। এরপর একাধিকবার স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে চেয়েছেন স্বামী। রাজি হয়নি স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। পুনরায় স্ত্রীকে বাড়ি ফেরানোর চেষ্টা করতে সোমবার শ্বশুরবাড়ি গিয়েছিলেন ওই যুবক। কিন্তু, এবার তাঁর কথা শোনা তো দূর অস্ত, স্ত্রীর সঙ্গে তাঁকে দেখা করতেই দেওয়া হয়নি। বাড়ির সামনে থেকে তাড়িয়ে দেওয়া হয়। এতেই চূড়ান্ত অপমানিত হন ওই যুবক। তারপরই তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বারবার স্ত্রীকে ফেরানোর ইচ্ছা নিয়ে শ্বশুরবাড়ি আসার পরেও বিফল হচ্ছিলেন ওই যুবক। তাই এবার সঙ্গে করে বেশ কিছুটা ঘাস মারা বিষ নিয়ে গিয়েছিলেন। এদিন বাড়ি থেকে বের করে দেওয়ায় অপমানিত হয়ে পাশের একটি নারকেল বাগানে গিয়ে তিনি সেই বিষ পান করেন। এরপর সেখানেই পড়ে ছটফট করতে থাকেন। স্থানীয়রা বিষয়টি দেখার পর রানাঘাট থানায় খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় রানাঘাট থানার পুলিস। তারা ওই যুবককে উদ্ধার করে নিয়ে গিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। আপাতত সেখানেই চিকিৎসাধীন ওই যুবক। 
ওই যুবক হাসপাতালের বেডে শুয়ে বলেন, আমি স্ত্রীকে ফেরানোর জন্য বারবার শ্বশুরবাড়ি যাচ্ছিলাম। কিন্তু, ওর বাড়ির লোকজন কোনও কথাই শুনছিল না। আমাকে অপমান করে তাড়িয়ে দেয়। আমি স্ত্রীকে ছাড়া থাকব কী করে? তাই এজীবন রাখব না বলে বিষ খেয়েছি। 
বিষ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জানার পরেও শ্বশুরবাড়ির লোকজন ও স্ত্রী তাঁকে দেখতে আসেননি বলে আক্ষেপ করেন ওই যুবক। তিনি বলেন, শেষ পর্যন্ত আমার বাড়ির লোককে খবর দিয়েছি। ওরা আসছে। আমি এখনও আশা রাখছি, ওরা স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দেবে। পুলিস জানিয়েছে, ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ হলে এবিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা