দক্ষিণবঙ্গ

পুরুলিয়া পুরসভাতে ঢালাও বদল চায় শাসকদল? জল্পনা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: সপ্তাহ খানেক আগে সংগঠনে রদবদলের বার্তা দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা কিংবা ব্লক সংগঠনই শুধু নয়, পুরসভাগুলিতেও রদবদলের বার্তা তৃণমূলের সেনাপতির। তারপর থেকেই জল্পনা ছড়িয়েছে পুরুলিয়া পুরসভায়। চেয়ারম্যান পদে আদৌ নব্যেন্দু মাহালি থাকবেন নাকি তাঁর পরিবর্তে অন্য কেউ আসবেন, তা নিয়ে জোর চর্চা চলছে দলের অন্দরে। ভাসছে একাধিক নাম। 
লোকসভা ভোটের আগে পুরুলিয়া জেলা সফরে এসেছিলেন তৃণমূলের সাধারণ সাধারণ সম্পদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহরের একটি বেসরকারি হোটেলে দলের নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছিলেন তিনি। সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ‘শুধুমাত্র নিজের ভোটে জিতলাম, অথচ লোকসভা বিধানসভায দলকে লিড দিতে পারলাম না, তা হবে না।’ ভোটে লিড বাড়াতে না পারলেই পদ কাড়ার হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন তিনি। লোকসভা ভোট মিটেছে প্রায় ছ’মাস আগে। মাঝে অনেক নেতাই ভেবেছিলেন, হয়তো সেসব কথার কথা ছিল! কিন্তু সপ্তাহখানেক আগে নিজের জন্মদিনে রদবদলের বার্তা দিতেই মাথায় হাত পড়েছে নেতাদের। 
এবারের লোকসভার নিরিখে পুরুলিয়া শহরে লজ্জাজনক হার হয়েছে তৃণমূলের। পুরুলিয়া পুর এলাকা থেকে প্রায় ২৯ হাজার ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী। শহরের ২৩টি ওয়ার্ডের মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত মাত্র দু’টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শহর সভাপতির ওয়ার্ড সহ বাকি সব কটিতেই পিছিয়ে তৃণমূল। এমনকী সংখ্যালঘু অধ্যুষিত ৮ নম্বর ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল কংগ্রেস। শহরের ভোটে ভাগ বসিয়ে পুরুলিয়া বিধানসভাও ২০১৬ থেকে বিজেপির দখলে। শহরের ভরাডুবির কারণে আগেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন শহর সভাপতি প্রদীপ ডাগা। এবার চেয়ারম্যান পরিবর্তনের জল্পনা ছড়িয়েছে।
তৃণমূল সূত্রের খবর, চেয়ারম্যান হতে অনেকেই ধরেছেন জেলা নেতাদের। কেউ যোগাযোগের চেষ্টা করছে কলকাতা। নতুন চেয়ারম্যান হিসেবে ভাইস চেয়ারম্যান ময়ূরী নন্দী, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুনয় কবিরাজের, চেয়ারম্যান ইন কাউন্সিল সমীরণ রায়ের নাম ভাসছে। তবে, ২০১৫ সালের নিজের ‘গোঁজ’ প্রার্থী দেওয়ায় তাঁকে একবার বহিষ্কার করেছিল দল। সেটাও খেয়াল রাখা হচ্ছে। অন্যদিকে, দীর্ঘদিন পুর-রাজনীতি করা সত্বেও কোনও দিন চেয়ারম্যান হতে না পারা এক কাউন্সিলারও(প্রাক্তন কংগ্রেস নেতা) চেষ্টা ছাড়ছেন না। 
পুরভোটে পুরুলিয়ার বিজেপি বিধায়ককে হারিয়ে চেয়ারম্যান হওয়া নব্যেন্দু মাহালির অবশ্য যুক্তি, ভোটে পরাজয়ের দায় অবশ্যই আমার উপর বর্তায়। কিন্তু হারের দায় শুধুই কি আমার একার? চেয়ারম্যানের অনুগামীদের আবার যুক্তি, যেহেতু নব্যেন্দুবাবু পুরভোটে বিধায়ককে হারিয়েছেন, তাই আগামীর বিধানসভায় তিনিই টিকিটের ‘যোগ্য’ দাবিদার। তাঁকে কোণঠাসা করতেই ছক কষছেন মুষ্টিমেয় জেলা নেতা।
নব্যেন্দু মাহালি।- ফাইল চিত্র
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা