দক্ষিণবঙ্গ

নির্দিষ্ট সময়েই চলবে সরকারি বাস, গুসকরায় বৈঠকে সাফ জানাল এসবিএসটিসি

সংবাদদাতা, কাটোয়া: সরকারি বাস নির্দিষ্ট সময়মতোই চলবে। সময় পরিবর্তন কোনওভাবেই করা হবে না। মঙ্গলবার গুসকরা পুরসভায় ডাকা বৈঠকে সাফ জানিয়ে দিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অফিসাররা। বৈঠকে বেসরকারি বাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রস্তাব মেনে নেয়নি এসবিএসটিসি। গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় বলেন, সরকারি পরিষেবা কোনওভাবেই বিঘ্নিত করা যাবে না। সাধারণ মানুষের স্বার্থে সরকার পরিষেবা দিচ্ছে। এটা সবাইকেই মেনে নিতে হবে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই সিউড়ি থেকে গুসকরা হয়ে বর্ধমান যাতায়াতের সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। জানা গিয়েছে, সরকারি বাসটি সকাল ৭টা ২৫মিনিটে বর্ধমান ডিপো থেকে ছেড়ে সিউড়ির উদ্দেশে রওনা দেয়। বর্ধমান থেকে ছেড়ে গুসকরা, আউশগ্রাম, মোড়বাঁধ, ইলামবাজার, দুবরাজপুর হয়ে সিউড়ি যায়। সকাল ৮টা ১০মিনিটে গুসকরা বাসস্ট্যান্ডে পৌঁছয়। সিউড়ি ডিপো থেকে বাসটি বিকেল ৪টে ৫০মিনিটে বর্ধমানের উদ্দেশে ছাড়ে। ওই সময়ই আরও তিনটি বেসরকারি বাস চলায় আপত্তি তোলেন বাস মালিকরা। দিনকয়েক আগে বর্ধমান ডিপো থেকে ছেড়ে বাসটি গুসকরায় আসায় আটকে দেয় বাস মালিক ও কর্মচারী সংগঠনের একাংশ। সরকারি বাসটি ফের বর্ধমান ডিপোয় ফেরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপরই সরকারি বাস চালানো নিয়ে জটিলতা তৈরি হয়। জটিলতা কাটাতে এদিন গুসকরা পুরসভায় সব পক্ষকে নিয়েই বৈঠক হয়। 
বাসমালিক সংগঠনের উপদেষ্টা বিলু রায় বলেন, আমরা সরকারি বাসের সময়সূচির কিছুটা পরিবর্তন করতে বলেছিলাম। কারণ বহু বছর ধরে একই সময়ে আমাদের বেসরকারি বাস চলাচল করে। কিন্তু আমাদের দাবি মানা হয়নি। আমরা সরকারি পরিষেবার বাধা দিতে চা‌ই না। গুসকরা বাস শ্রমিক সংগঠনের সম্পাদক নূর আলম বলেন, পরিবহণ সংস্থার প্রতিনিধিরা নিজেদের সিদ্ধান্ত থেকে সরেননি। আমরা তো সরকারের বিরুদ্ধে লড়তে পারি না। তবে এভাবে চলতে থাকলে বেসরকারি বাসগুলি হয়তো বন্ধ হয়ে যাবে। ওরা দু’-দশ মিনিট পরিবর্তন করতে রাজি হয়েছিল। কিন্তু তাতে আমাদের সমস্যা মিটবে না।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা