দক্ষিণবঙ্গ

রামরামার জঙ্গলে ৩৫টি হাতির বড় দল, আশঙ্কায় কাঁটা চাষিরা

সংবাদদাতা, ঝাড়গ্রাম: বৃহস্পতিবার সাত সকালেই কংসাবতী নদীর বৈদার ঘাট পেরিয়েঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জের রামরামার জঙ্গলে ঢুকল ৩৫টি হাতির একটি বড় দল। জমিতে থাকা পাকা ধান নষ্টের আশঙ্কায় ঘুম ছুটেছে এলাকার চাষিদের। হাতির অবস্থান স্পষ্ট করে এলাকাবাসীকে সতর্ক থাকার বার্তা দিয়েছে ঝাড়গ্রাম বনবিভাগ। 
জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ হাতির এই দলটি রামরামার জঙ্গলে ঢুকে পড়ে। কংসাবতী নদীর বৈদা ঘাট পেরিয়ে আসার সময় দলটি সাতপাটি গ্রামের গুনু সিংয়ের বাড়ির চালা ভেঙে দেয় বলে অভিযোগ। বৈদা, আমঝুঁকি, সাতপাটি ও ডুমুরিয়া গ্রামের পাকা ধান মাড়িয়ে নষ্ট করে দেয়। এই এলাকায় হাতিরদল ঢুকলেই স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক বেড়ে যায়। গত ৯ মার্চ একইভাবে ৪০টি হাতির একটি দল এই রামরামার জঙ্গলে আসার পথে বাঁধগোড়া গ্রামপঞ্চায়েতের সাতপাটি ও বৈদারপাল গ্রামে খাবারের সন্ধানে ঢুকে ৮টি বাড়িতে ভাঙচুর চালায়। তার পরে গত ৭ এপ্রিল একই ভাবে রামরামায় ঢোকে ২৮টি হাতির একটি দল। এদিন সন্ধ্যায় ৩৫টি হাতির দলটি দু’ ভাগে ভাগ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে দলটির অভিমুখ রয়েছে বাঁশতলা, টিয়াকাটি গ্রামের দিকে।রামরামার জঙ্গল লাগোয়াগুইমারা, লালগেড়িয়া, রাশুয়া, জামবেদা, দামোদরপুর, গ্রামের চাষিরা আতঙ্কে রয়েছেন।অনেকেই ধান জমিতে পাহারা দেওয়া শুরু করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত ঝাড়গ্রাম ডিভিশন এলাকায় মোট ৫১টি হাতি বিভিন্ন জঙ্গলে অবস্থান করছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। এই নিয়ে লালগেড়িয়া গ্রামের চাষি ছত্রধর মাহাত বলেন, সাত সকালেই এই দলটি রামরামার জঙ্গলে ঢুকেছে। এই জঙ্গলে আসা হাতির দল সন্ধ্যা ঘনালেই বড়বাঁধে জল খেতে নামে। বাঁধের পাড়ের পাশে রয়েছে গুইমারা, লালগেড়িয়া, রাশুয়া গ্রামের চাষিদের ধানের জমি। সন্ধ্যা নাগাদ দলটি দু’ ভাগে ভাগ হয়ে গিয়েছে বলে শুনেছি। একটা ভাগসিপাই বাঁধের দিকে গিয়েছে।অন্য ভাগটি রেল লাইন পেরিয়ে বাঁশতলার দিকে গিয়েছে। জমিতে সবার পাকা ধান রয়েছে। আমরা চাষিরা আতঙ্কিত।-নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা