দক্ষিণবঙ্গ

ঝাড়খণ্ডে জালনোট ছড়িয়েছে ধৃত বিজেপি নেতা

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ঝাড়খণ্ডের ভোটে আসলের সঙ্গে জালনোট মিশিয়ে ছড়িয়েছিল খয়রাশোলের ধৃত বিজেপি নেতা। নিজেই জালনোট ছাপিয়ে তা বাজারে ছড়িয়ে দিত সে। ধৃত বিজেপি নেতা মুক্তি বক্সিকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য জানতে পারল পুলিস। বাজেয়াপ্ত চারটি ফোন থেকে মোট আটটি সিমকার্ড উদ্ধার হয়েছে। যেগুলি থেকে তদন্তে গুরুত্বপূর্ণ ‘ক্লু’ মিলতে পারে বলে অনুমান করা হচ্ছে। ছড়িয়ে দেওয়া জালনোট কোথায় কোথায় রয়েছে সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রবিবার রাতে খয়রাশোলের আমাজোলা গ্রামের মুক্তিকে গ্রেপ্তার করে পুলিস। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সাইবার অপরাধ করেই গত কয়েক বছরে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছিল সে। তার চালচলন বদলে গিয়েছিল। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সে বেনামে একের পর এক সিম নিত। ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাংয়ের সঙ্গেও সে যোগাযোগ রাখত। সেখান থেকেই তার সাইবার অপরাধে হাতেখড়ি। কীভাবে ওটিপি হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকা লুট করতে হবে তা ভালোমতোই রপ্ত করে ফেলেছিল সে। সেই টাকা এলাকায় দলের কাজে ব্যাপকভাবে খরচ করত বলে অভিযোগ করছেন অনেকে। সেখান থে঩কেই তার উপর সন্দেহ হয় পুলিসের। বিভিন্ন সূত্র থেকে তার কাজকর্ম ও গতিপ্রকৃতি নজর রাখছিল পুলিস। বাঁকুড়া পুলিসের সূত্র ধরে জানা যায়, সেই জেলাতেও সাইবার ক্রাইমে গ্রেপ্তার হয়েছিল মুক্তি। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে বিধানসভা ভোটপর্ব চলছে। বীরভূম ঘেঁষা ঝাড়খণ্ডের ব্লকগুলিতে প্রচুর বাঙালি বসবাস করেন। ওই এলাকায় কান পাতলেই শোনা যায়, কাঁচা টাকা ওড়ালেই ভোট পাওয়া যায়। বীরভূমের অনেক বিজেপি নেতাই বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে প্রচার করেছেন। তাই পুলিসের সন্দেহ, মুক্তির মাধ্যমে জালনোট এই ভোটেও খরচ হয়েছে। আসল নোটের মধ্যে জালনোট মিশিয়ে দিয়ে বিলি করেছে। যা সাধারণ চোখে চেনা সম্ভব নয়। তাকে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যই উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। খয়রাশোল থানার এক পুলিস অফিসার বলেন, ওই রাজ্যের ভোটের আগেরদিন রাতেই ২০টি জালনোট সহ মুক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আগে থেকেই তার উপর সন্দেহ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালনোটের কারবারের কথা সে স্বীকার করেছে। মোবাইলের আটটি সিম উদ্ধার হয়েছে। এতগুলি সিম কার্ড কী কারণে ব্যবহৃত হতো সেটা খতিয়ে দেখা হচ্ছে। মুক্তির গ্রেপ্তারিতে নিজেদের হাতে অস্ত্র পেয়েছে শাসকদল তৃণমূল। বিজেপির ছত্রছায়ায় থেকে তার উত্থানের দিকটিও তুলে ধরে সরব হয়েছেন তৃণমূল নেতারা। গত পঞ্চায়েত ও লোকসভা ভোটে মুক্তি এলাকায় বিপুল টাকা উড়িয়েছিল। অথচ তার ‘সোর্স অব ইনকাম’ তেমন কিছুই ছিল না। ওই টাকা সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে লুট করেই আসত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, পুলিস বিষয়টি তদন্ত করে দেখছে। ঝুলি থেকে অনেক বিড়াল বেরতে পারে। দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা বলেন, ওই নেতাকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। দোষ করলে শাস্তি পাক। আমরা তার দায় নেব না।
ধৃত বিজেপি নেতা। -ফাইল চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা