দক্ষিণবঙ্গ

দীঘার অপরাজিতা কটেজ কার হাতে? ই-টেন্ডার ডাকল ডিএসডিএ

নিজস্ব প্রতিনিধি, তমলুক: এরাজ্যের লক্ষ লক্ষ মানুষের নাগালের মধ্যে পছন্দের পর্যটন কেন্দ্র দীঘা। সৈকত সুন্দরীর টানে দৈনিক প্রায় ৭০হাজার পর্যটক দীঘায় আসেন। রাজ্য সরকার নানা পরিকল্পনার মধ্য দিয়ে দীঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র এবং সেরা উইক এন্ড ডেস্টিনেশন বানানোর কাজ করছে। এরফলে দীঘায় ক্রমাগত পর্যটক সংখ্যা বাড়ছে। পর্যটক বৃদ্ধি হওয়ায় বেড়ে চলেছে হোটেল, রিসর্ট। সেই চাহিদার কথা মাথায় রেখেই দীঘা  শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ(ডিএসডিএ) ওল্ড দীঘায় তাদের অপরাজিতা কটেজ কমপ্লেক্স নিয়ে ই-টেন্ডার ডাকল। এই প্রথম ওল্ড দীঘার ওই কটেজ পরিচালনার ভার এজেন্সির হাতে তুলে দিতে চাইছে ডিএসডিএ। এক বছরের জন্য ওই কটেজ পরিচালনার লাইসেন্স পেতে দর রাখা হয়েছে ৫০লক্ষ টাকা। ১১নভেম্বর থেকে টেন্ডার জমা শুরু। আগামী ২০নভেম্বর বিকেল ৩টে পর্যন্ত ই-টেন্ডার জমা করা হবে। দীঘায় হোটেল, রিসর্টের ব্যাপক চাহিদা থেকেই ডিএসডিএ কর্তৃপক্ষ এক বছরের জন্য ৫০লক্ষ টাকা ফিক্সড দর রেখেছে। টেন্ডারে এরচেয়ে বেশি দর পাওয়া যেতে পারে বলে ডিএসডিএ কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে। জানা গিয়েছে, ডিএসডিএ কর্তৃপক্ষ নিজেরাই এতদিন অপরাজিতা কটেজ চালাত। কিন্তু, কর্মী সংখ্যা কম থাকায় এখন ওই সংস্থার পক্ষে চালানো কঠিন হচ্ছে। তাই সেটি পরিচালনার জন্য অন্য কারও হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। সেইমতো ডিএসডিএর পক্ষ থেকে টেন্ডার ডাকা হয়েছে। জানা গিয়েছে, অপরাজিতা কটেজের মধ্যে চারটি ৩৪বর্গমিটারের সিঙ্গলরুম কটেজ রয়েছে। এছাড়া, ৬০.৬৬বর্গ মিটারের আরও ছ’টি ডবল রুমের কটেজ রয়েছে। ১৫০বর্গমিটারের পার্কিং এরিয়া ছাড়াও ২২১৬বর্গমিটারের ঘাসে ঢাকা পার্কিং এরিয়া রয়েছে। তবে এখানকার ডবল রুমের ৬নম্বর কটেজটি ডিএসডিএর হাতেই থাকবে। ভিআইপি রুম হিসেবে সেটি ব্যবহার করা হয়। কটেজের পরিকাঠামো কোনও পরিবর্তন না করার শর্তে এক বছরের জন্য লিজে দিতে চায় ডিএসডিএ।
জানা গিয়েছে, আপাতত এক বছরের অপরাজিতা কটেজ পরিচালনার লাইসেন্স দেওয়া হলেও পরিস্থিতি বিবেচনা করে আরও ন’বছর বাড়ানো হতে পারে। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর, পুরসভা, এজেন্সি দীঘায় গেস্টহাউস এবং কটেজ বানিয়ে রেখেছে। বেশিরভাগ এজেন্সির মাধ্যমে ওইসব প্রতিষ্ঠান পরিচালনা করছে। 
এবার অপরাজিতা কটেজ নিয়েও সেইপথে হাঁটতে চলেছে ডিএসডিএ। দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, অপরাজিতা কটেজ নিয়ে আমি আগ্রহী। এই টেন্ডারে আমি অংশ নিচ্ছি। জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, অপরাজিতা কটেজ এজেন্সির মাধ্যমে পরিচালনা হবে। সেইমতো দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়েছে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা