দক্ষিণবঙ্গ

সংস্কারের জন্য ছেড়ে দেওয়া হল তিলপাড়া ব‌্যারে঩জের সব জল, চিন্তায় জেলার চাষিরা

নিজস্ব প্রতিনিধি, সিউড়িঃ মঙ্গলবার সকালেই তিলপাড়া ব্যারেজের সমস্ত জল ছেড়ে দিল সেচ দপ্তর। তিলপাড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য এই জল ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফলে প্রয়োজন হলেও শীতকালীন কোনও ফসলের জন্যই তিলপাড়ার সঙ্গে সংযুক্ত ক্যানেলগুলির থেকে সেচের জল পাবেন না চাষিরা। তবে আগামী বোরো চাষে জল পাওয়ার ব্যাপারে সেচদপ্তর বৈঠকে বসতে চলেছে আগামী ২৬ নভেম্বর। সেইদিনই ঠিক হবে বোরোতে চাষিরা আদৌ এবার জল পাবেন কিনা।
রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের মধ্যে সিউড়ি শহরের ঠিক মুখেই এই তিলপাড়া ব্যারেজ। ব্যারেজটি তিলপাড়া মিহিরলাল ব্রিজ নামে পরিচিত। বয়স ৪০ বছরেরও বেশি। জাতীয় সড়কের ফোর লেন তৈরির আগে এই ব্রিজটি খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা। তাঁরা ওই ব্রিজটি বিপজ্জনক হিসাবে চিহ্নিত করেছিলেন। এরপর গত সপ্তাহে একটি উচ্চপর্যায়ের ব্যারেজ বিশেষজ্ঞ দল এসে আবার সব খতিয়ে দেখেন। তাঁদের প্রাথমিক রিপোর্ট ছিল, ব্রিজটির অবস্থা খুব একটা ভালো নেই। ব্রিজের নীচের দিকের অংশের ব্লক সরে গিয়েছে। সম্পূর্ণভাবে মেরামতের দরকার। তা না হলে অন্তত সাময়িক সংস্কার খুবই জরুরি। সেই রিপোর্ট জেলাশাসকের কাছেও যায়। 
মঙ্গলবার ব্যারেজের জমা জল ছেড়ে দেওয়া হয় ময়ূরাক্ষী নদীতে। সাধারণত এই ব্যারেজে বৃষ্টি ও নালার মাধ্যমে আসা জল জমা থাকে। সেই জলই ব্যারেজের দুই ধারে ক্যানেল দিয়ে বিভিন্ন দিকে পাঠানো হয়। সেই জল চাষের কাজে ব্যবহার করেন চাষিরা। বিশেষ করে মহম্মদবাজার ও সিউড়ির বির্স্তীর্ণ অঞ্চলের চাষি এই সেচের জল ব্যবহার করেন। কিন্তু এদিনের পর গোটা ব্যারেজ জলশূন্য হয়ে যাবে। ফলে শীতকালে চাষের জন্য চাষিরা চাইলেও আর জল পাবেন না। তাই চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়া স্বাভাবিক। 
যদিও সেচদপ্তরের দাবি, শীতকালে কোনও সেচের জল দেওয়া হয় না। জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান বলেন, ব্রিজটি রক্ষণাবেক্ষণের জন্য ব্যারেজের সব জল ছাড়া হয়েছে। ২৬ নভেম্বর আমাদের বৈঠক হবে। আগামীতে চাষিরা জল পাবেন কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ম্যাসাঞ্জোর ড্যামে জল রয়েছে। সেই জল এসে তিলপাড়াতে পড়লে চাষিরা ক্যানেলের মাধ্যমে জল পাবেন। 
এই প্রসঙ্গে জেলাশাসক বিধান রায় বলেন, ব্রিজটি সংস্কারের প্রয়োজন। তার জন্য যান চলাচলের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। পুলিস সুপারকে সেই ব্যাপারে কী করা যায় তা জানতে চেয়েছি। অস্থায়ী বিকল্প রাস্তা কীভাবে, কোথায় তৈরি করা যায় সেটাও দেখা হবে।
আশঙ্কার বিষয় এবার শীতে পরিযায়ী পাখিদের কী হবে? কেননা, ব্যারেজে জল থাকবে না। তাই পরিযায়ী পাখি এসে ফিরে যাবে। পরের বছর ওই পরিযায়ী পাখিগুলি আর আসবে কিনা তা নিয়ে চিন্তায় পরিবেশপ্রেমীরা।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা