দক্ষিণবঙ্গ

পিংলায় বাড়ির ভিত খুঁড়তে গিয়ে সুড়ঙ্গ, চাঞ্চল্য

সংবাদদাতা, মেদিনীপুর: বাড়ির ভিত খুঁড়তে গিয়ে পাওয়া গেল সুড়ঙ্গ। মঙ্গলবার দুপুরে ওই সুড়ঙ্গ ঘিরেই চাঞ্চল্য ছড়ায় পিংলার রাজবল্লভ গ্রামে। জানা গিয়েছে এদিন ওই গ্রামে একটি পরিবারের বাড়ি তৈরির জন্য ভিত খোঁড়া হচ্ছিল। বেশকিছুটা খোঁড়ার পর একটি সুড়ঙ্গ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিস, প্রশাসনের আধিকারিক, পঞ্চায়েতের জনপ্রতিনধিরা এলাকায় গিয়ে খোঁজ খবর নেন। আপাতত ভিত খোঁড়ার কাজ বন্ধ রাখা হয়েছে। 
বিডিও লাকপা ওয়ানচুং শেরপা বলেন, সেরকম কিছু বলে মনে হচ্ছে না। হয়তো কোনও এক সময় ওখানে কোনও পুরানো বাড়ি ছিল। কোনও ভাবে মাটি চাপা পড়ে গিয়েছিল। এখন খোঁড়া খুঁড়ির কাজ শুরু হতেই তার কিছু অংশ দেখা যাচ্ছে। ঐতিহাসিক কোনও নমুনা পাওয়া যায়নি। পিংলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মফিজুল বলেন, পুরানো কোনও কাঠামোর ভাঙা অংশ দেখতে পাওয়া গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। 
ওই পরিবারের সদস্য অমরসুন্দর ঘোষ বলেন, ওখানে আমাদের বাড়ির ভিত খোঁড়ার কাজ হচ্ছিল। এদিন দুপুরে একটি সুড়ঙ্গ দেখতে পাওয়া যায়। ইট গাঁথা পাকা দেওয়ালও আছে। সিঁড়ির অংশও দেখা গিয়েছে। পূর্ব পুরুষদের মুখে শুনেছি ওখানে লক্ষ্মী জনার্দনের মন্দির ছিল। তার অংশ হতে পারে। তিনি বলেন, মাটির নীচে একটা বড়সড় কাঠামো আছে। সুড়ঙ্গটা আমাদের পুরানো বাড়ির দিকে  চলে গিয়েছে । কী হতে পারে ঠিক বোঝা যাচ্ছে না।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা