দক্ষিণবঙ্গ

কোটি টাকা তছরুপে অভিযুক্ত ভিন রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক কোটি ৯৩ লক্ষ ৮৯ হাজার টাকা প্রতারণার ঘটনায় মূল অভিযুক্ত ভিনরাজ্যে আত্মগোপন করে রয়েছে বলে তদন্তকারীদের অনুমান। প্রতারণার টাকা একাধিক অ্যাকাউন্টে সরিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের টাকা অ্যাকাউন্টে জমা পড়ায় পুলিস এক ঠিকাদার সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু মূল অভিযুক্ত এখনও অধরা। সে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে। কাজ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। সিআইডি তার খোঁজে বহুদিন ধরেই তল্লাশি চালাচ্ছে। 
তদন্তকারীদের দাবি, মোটা অঙ্কের টাকা আত্মসাতের জন্য একটি চক্র তৈরি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ওই কর্মী অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহ করে। কোন ব্যাঙ্কে কী ধরনের অ্যাকাউন্ট রয়েছে সে জানত। কত টাকা ফিক্সড আছে, সেটাও তার জানা ছিল। টাকা প্রতারণার বিষয়টি প্রথমে কর্তৃপক্ষ জানতে পারেনি। পরে বিসি রোডে আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকেও টাকা তোলার চেষ্টা করে প্রতারকরা। ফিক্সড ডিপোজিটের টাকা তোলার জন্য প্রতারকরা ব্যাঙ্কে আবেদনপত্র জমা দেয়। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। এমন তথ্য জানার পর কর্তৃপক্ষের টনক নড়ে। তারা অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলিতে খোঁজ নিতে শুরু করে। তারা জানতে পারে, একটি অ্যাকাউন্ট থেকে প্রায় দু’কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। ফিক্সড টাকা উঠে যাওয়ায় তাঁরা অবাক হয়ে যান। থানায় অভিযোগ করা হয়। পুলিস তদন্তে নেমে জানতে পারে, সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। ততক্ষণে সেই ‘ভূত’ উধাও হয়ে গিয়েছে। এক আধিকারিক বলেন, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছে। এর আগেও প্রতারণা করেছে কি না তা নিয়েও খোঁজ নেওয়া দরকার। তারজন্য বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য দরকার। ভারপ্রাপ্ত উপচার্য থাকলেও তিনি বেশকিছু সিদ্ধান্ত নিতে পারছেন না। দীর্ঘদিন ধরে ইসির বৈঠক হয়নি। নিয়ম অনুযায়ী ইসির বৈঠকে টাকা প্রতারণার বিষয়টিও তুলে ধরাই নিয়ম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে তদন্ত করেছে। কিন্তু সেই রিপোর্ট এখনও ফাইল বন্দি রয়েছে। ইসির বৈঠক না হলে সেই রিপোর্ট সামনে আসবে না। ভিসি গৌতম চন্দ্র বলেন, পুলিস ঘটনার তদন্ত করছে। আশা করছি, পুরো ঘটনা সামনে আসবে। 
পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, টাকা প্রতারণার অভিযোগে ১০নভেম্বর পুলিস প্রণবকুমার ঘোষ এবং মনোজিৎ সেন নামে দু’জনকে গ্রেপ্তার করেছে। এখনও আরও কয়েকজন অধরা রয়েছে। তারমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওই কর্মী অন্যতম। তার বাড়িতে একাধিকবার তদন্তকারীরা অভিযান চালিয়েছে। টাকা প্রতারণার বিষয়টি সামনে আসার পর থেকেই সে চম্পট দিয়েছে। এর মধ্যে একাধিকবার সে মোবাইলের সিমকার্ড বদল করেছে। তবে তদন্তকারীদের দাবি, খুব শীঘ্রই ওই ব্যক্তিও জালে জড়িয়ে যাবে।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা