দক্ষিণবঙ্গ

যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার বন্ধু

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর শহরের যুবককে খুনের ঘটনায় তাঁরই বন্ধুকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম সুমন লোহার। বাড়ি শহরের সঙ্কটতলাতেই। খুনের মোটিভ সম্পর্কে এখনও পর্যন্ত পুলিস স্থির সিদ্ধান্তে আসতে পারেনি। তবে মৃত যুবক বিপ্লব নাগ নিখোঁজের দিন ফোন করে বাড়ি থেকে তাঁকে ডেকেছিল সুমন। তার খাবারের দোকান রয়েছে। বেশ কিছু টাকা সে বিপ্লবের কাছে পেত। সেই টাকা শোধ না দেওয়াতেই কি খুন? প্রাথমিকভাবে এমন তত্ত্বকে সামনে রেখেই পুলিস এগচ্ছে। পুলিস জানিয়েছে, ধৃত যুবকের কথাবার্তায় প্রচুর অসঙ্গতি মিলেছে। মঙ্গলবার আদালতে তুলে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।
প্রসঙ্গত, বিষ্ণুপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সঙ্কটতলার বাসিন্দা বছর ৩৫-এর বিপ্লব ষষ্ঠীর দিন রাত ৯টা নাগাদ কারও ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। যাওয়ার আগে তাঁর স্ত্রীকে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসার কথা বলে যান। কিন্তু, রাত বাড়লেও বাড়ি ফেরেননি। ফোন বন্ধ ছিল। সারারাত খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। পরের দিন পরিবারের তরফে বিষ্ণুপুর থানায় মিসিং ডায়েরি করা হয়। তারপর ১২দিন কেটে গেলেও খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে মিশন স্কুলের মাঠে পাঁচিলের ধারে ঝোপের মধ্যে পচাগলা দেহ উদ্ধার হয়। পরিবারের লোকজন দেহ শনাক্ত করেন। দেহের একাংশ মাটিতে পোঁতা থাকায় পরিবারের লোকজন খুনের অভিযোগ জানান। পুলিস মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। সেই সঙ্গে খুনের মামলা রুজু করে। ওইদিনই সঙ্কটতলারই যুবক সুমনকে পুলিস গ্রেপ্তার করে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের মোবাইলটি পাওয়া না গেলেও তার কললিস্ট খতিয়ে দেখে জানা যায়, সুমনই ওইদিন রাতে তাকে ফোন করে ডেকেছিল। এনিয়ে পুলিস সুমনকে জিজ্ঞাসাবাদ করে। সে জানায়, ওইদিন তার দোকানের ধারের টাকা বিপ্লবের শোধ দেওয়ার কথা ছিল। সেই কারণে সে বিপ্লবকে ফোন করে ডেকেছিল। তার সঙ্গে কথাবার্তা বলার পর সে বাড়ি ফিরে আসে। তাই সে খুনের বিষয়ে কিছুই জানে না। তবে পুলিস সুমনের কথার্বার্তায় প্রচুর অসঙ্গতি পেয়েছে। সেই জন্য তাকে মঙ্গলবার বিষ্ণুপুর আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নিয়েছে। 
পুলিস জানতে পেরেছে, সুমনের দোকানে চা, ঘুগনি, স্নাক্স ইত্যাদি খাওয়ায় বিপ্লবের বেশ কয়েক হাজার টাকা ধার রয়েছে। বিপ্লব নিজে সেরকম কোনও কাজ না করলেও তাঁর বাবার পেনশন ঢুকলে প্রতি মাসে ধারের টাকা শোধ করে দিতেন। পুজো শুরুর মুখে ষষ্ঠীর দিন সুমনের টাকার প্রয়োজন হওয়ায় সে বিপ্লবকে ফোন করে বাড়ি থেকে ডেকে আনে। তারপর থেকে বিপ্লব নিখোঁজ হয়। ১২ দিন পর স্কুলের মাঠে পাঁচিলের গায়ে ঝোপের মধ্যে পচাগলা দেহ উদ্ধার হয়। পুলিসি তদন্তে খুনের ঘটনায় সন্দেহের তালিকায় প্রথমেই সুমনের নাম আসে। তাকেই পুলিস গ্রেপ্তার করেছে।
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা