দক্ষিণবঙ্গ

ত্রিধারা সম্মিলনির থিম ‘জীবন তরী’

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মঙ্গলবার আরামবাগ ত্রিধারা সম্মিলনীর জগদ্ধাত্রী পুজোর খুঁটিপুজো হয়ে গেল ধুমধাম করে। একইসঙ্গে ঢাকে কাঠি পড়ে যায় পুজো প্রস্তুতিরও। আরামবাগ ত্রিধারা সম্মিলনী ফি বছর নজরকাড়া থিমে দর্শনার্থীদের মন জয় করে। এবারও তার অন্যথা হবে না। 
আরামবাগ শহরের গৌরহাটি মোড়ে নিবেদিতা হকার্স কর্নারের পিছনে ত্রিধারা সম্মিলনীর পুজো হয়ে আসছে। এবার তাদের পুজো সপ্তম বর্ষে পড়ল। সেখানেই খুঁটি পুজো করে আনন্দে মাতেন উদ্যোক্তারা। এবার পুজোর থিম ‘জীবন তরী’। উদ্যোক্তারা জানান, জীবন একটি নৌকার মতো। নানা পরিস্থিতির মধ্যে বয়ে চলে। সেই অনুভূতিকেই পুজোর থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। 
পুজো কমিটির যুগ্ম সম্পাদক দেবল দে, সংগ্রাম সরকার বলেন, থিমের মাধ্যমে শৈশবের সেকাল ও একালকে তুলে ধরা হবে। আগেকার দিনে আমাদের শৈশব কেমন ছিল, তা নানা মডেলের মাধ্যমে তুলে ধরা হবে। বর্তমান প্রজন্মের শৈশব কেমন তাও ফুটিয়ে তোলা হবে। আগে শৈশবের সঙ্গী ছিল টায়ার খেলা, ডাং গুলি। এখন তা ক্রমশ হারিয়ে গিয়েছে। মোবাইল গ্রাস করছে শৈশব। মোবাইলের অপকারিতাও মণ্ডপে ফুটে উঠবে। সাবেকি প্রতিমা থাকছে। তারসঙ্গে থাকছে চন্দননগরের আলো। পুজো মণ্ডপের উদ্বোধন হবে ৮ নভেম্বর। প্রতিমা বিসর্জন হবে ১৩ নভেম্বর।
পুজো কমিটির সভাপতি সুকুমার কুণ্ডু বলেন, জগদ্ধাত্রী পুজোয় আমরা নানা সামাজিক কার্যকলাপ করি। এবারও তা হবে। উদ্বোধনের দিন দুঃস্থদের কম্বল বিলি করা হবে। পরের দিন মণ্ডপ চত্বরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার ব্যবস্থা রাখা হচ্ছে। ১৩ নভেম্বর হবে রক্তদান শিবির। 
পুজো কমিটির কোষাধ্যক্ষ সনৎ কুণ্ড ও রানা সামন্ত বলেন, এবার আমাদের পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। ভক্তি, আন্তরিকতার সঙ্গে পুজো আয়োজন করা হয়। 
উদ্যোক্তারা বলেন, জগদ্ধাত্রী পুজোয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে ব্যান্ড ও নামজাদা শিল্পীদের লাইভ অনুষ্ঠানও থাকছে। পুজোয় অনুষ্ঠান করতে আসতে পারেন শিল্পী কার্তিক দাস বাউল, অভিনেতা বিশ্বনাথ রায় ও অভিনেত্রী রুকমা রায়।
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা