দক্ষিণবঙ্গ

অনুমতি ছাড়া কোনও প্রতিমাই নবদ্বীপের রাসের শোভাযাত্রায় অংশ নিতে পারবে না 

সংবাদদাতা, নবদ্বীপ: বৈষ্ণবতীর্থ নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ রাসের প্রতিমা ঘণ্টার পর ঘণ্টা সার্কুলার রোডে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। রাস পূর্ণিমায় প্রায় চারশোর মত প্রতিমা পুজো হলেও শোভাযাত্রার অনুমতি পেয়ে আসছে দুশোর সামান্য বেশি সংখ্যক প্রতিমা। যে সব বারোয়ারির প্রতিমা আগে শোভাযাত্রায় অংশ নেওয়ার অনুমতি পেয়ে এসেছে, সেগুলোই এই শোভাযাত্রায় অংশ নিতে পারবে। এবছর প্রশাসনিক অনুমতি ছাড়া কোনও প্রতিমাই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবে না। প্রশাসনের এমনটাই দৃঢ় সিদ্ধান্ত। এ বিষয়ে সহমত জানিয়েছে সেন্ট্রাল রাস কমিটিও। 
নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান তথা কেন্দ্রীয় রাস উৎসব কমিটির সভাপতি বিমানকৃষ্ণ সাহা বলেন, রাসপুজোর দিন প্রতিটি পুজো কমিটির পাঁচজন প্রতিনিধি পোড়ামাতলায় পুজো দিতে আসতে পারবেন। প্রশাসন দৃঢ় ভাবে সেই সিদ্ধান্তকে কার্যকর করতে বলেছে।
এ প্রসঙ্গে কৃষ্ণনগর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, রাসের শোভাযাত্রার প্রতিমাগুলি সার্কুলার রোড ধরেই ঘুরবে। এদিন সেন্ট্রাল রাস কমিটির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সার্কুলার রোড ঘুরে সেটারই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হল।
শোভাযাত্রায় যে সংখ্যক প্রতিমা বের হয়, তার তুলনায় সার্কুলার রোডটি প্রস্থে অনেকটাই ছোট। এর ফলে শোভাযাত্রা শেষ হতে রাত গড়িয়ে পরের দিন ভোর হয়ে যায়। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরে থেকে আসা দর্শনার্থীরা ঠিকমতো শোভাযাত্রা দেখতে পারেন না। তাই এবার প্রতিমাগুলি যাতে নির্ধারিত সময়ের মধ্যে সার্কুলার রোড দিয়ে প্রদক্ষিণ করে সে বিষয়ে আগাম সতর্ক পুলিস প্রশাসন। সার্কুলার রোডে কী কারণে এই সমস্যা তৈরি হয়, সে বিষয়ে খতিয়ে দেখতে সরেজমিনে সার্কুলার রোড পরিদর্শন করেছেন কৃষ্ণনগর পুলিস জেলার আধিকারিকরা।
সোমবার সন্ধ্যার পর কৃষ্ণনগর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ, ডিএসপি (ডি অ্যান্ড টি) এম রহমান, নবদ্বীপ থানার আই সি জলেশ্বর তেওয়ারি, কেন্দ্রীয় রাস উৎসব কমিটির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুরো সার্কুলার রোড ঘুরে দেখেন। 
আগামী ১৫ নভেম্বর শুক্রবার নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ রাস পুজো। পরের দিন  ১৬ নভেম্বর শনিবার প্রতিমা নিয়ে শোভাযাত্রা অর্থাৎ আড়ং। মূলত শোভাযাত্রায় বড় বড় প্রতিমা লোহার তৈরি বলবেয়ারিং লাগানো গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নেয়। সেই সব প্রতিমাগুলি মূলত পোড়ামাতলা, ঢপওয়ালির মোড়, রাধাবাজার, দণ্ডপানিতলা মোড়, চারিচারা বাজার, মঙ্গলচণ্ডীতলা,  নবদ্বীপ কোর্টের সামনে হয়ে সরকারপাড়া, অফিসঘাট রোড, মালঞ্চ পাড়ার গাবতলার মোড় হয়ে বুড়োশিবতলা রোড, হরিসভাপাড়া হয়ে পোড়ামাতলায় আসে। এই ৪.৮ কিলোমিটার সার্কুলার রোড প্রদক্ষিণ করে প্রতিমাগুলি। এছাড়াও বিভিন্ন অলিগলি থেকে প্রতিমাগুলি বের হয়ে ওই সার্কুলার রোডে যাওয়ার চেষ্টা করে। ফলে প্রতিমার শোভাযাত্রা যানজটে আটকে পড়ে। শোভাযাত্রার লাইসেন্স প্রাপ্ত প্রতিমা ছাড়াও লাইসেন্সবিহীন অন্য অনেক প্রতিমাও সার্কুলার রোডে ঢুকে পড়ে। এর উপরে এক একটি প্রতিমার সঙ্গে যেমন বিভিন্ন বাদ্যযন্ত্র থাকে তেমনি থাকে জেনারেটর এবং পুজো কমিটির সদস্যরাও। সবমিলিয়ে প্রতিটি প্রতিমা শোভাযাত্রায় অনেকটা করে জায়গা নিয়ে নেয়। উল্লেখ্য, নবদ্বীপ প্রায় ৪০০ মতো ছোটবড় বিভিন্ন দেব-দেবীর পুজো হয়। তবে এর মধ্যে অনুমোদিত পুজোর সংখ্যা মাত্র ২১৩টি।
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা