দক্ষিণবঙ্গ

রঘুনাথপুরে মণিপুরের যুবককে পুলিসের হাতে তুলে দিলেন পঞ্চায়েত প্রধান

সংবাদদাতা, রঘুনাথপুর: মঙ্গলবার রঘুনাথপুর-১ ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান তুফান রায় ভিনরাজ্য থেকে আসা এক যুবককে উদ্ধার করে আদ্রা থানার পুলিসের হাতে তুলে দেন। ওই যুবক মণিপুর রাজ্যের বাসিন্দা। কিন্তু তিনি নাম-ঠিকানা কিছুই বলতে পারছেন না।
এদিন ওই যুবক উদ্দেশ্যহীনভবে পঞ্চায়েত অফিসের সামনে ঘুরে বেড়াচ্ছিলেন। তাঁকে দেখে প্রধান পঞ্চায়েত অফিসে নিয়ে যান। তাঁকে হিন্দি, বাংলা, ইংরেজি ভাষায় ঠিকানা জিজ্ঞাসা করা হলেও কিছু বলতে পারেননি। তবে যুবকটি মৈতেই (মণিপুরি) ভাষায় কথা বলতে থাকেন। শেষে যুবকের কাছে থাকা ফোন মারফত তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবারের লোকজন জানান, তাঁদের আসতে সময় লাগবে। সেজন্য ওই যুবককে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
তুফানবাবু বলেন, ওই যুবক মণিপুরি ছাড়া কোনও ভাষা জানে না। তাই সে যে হারিয়ে গিয়েছে, সেই কথাটা মানুষকে জানালেও কেউ বুঝতে পারেনি। ওর বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, সে ভুল করে ট্রেনে চেপে চলে গিয়েছে। তাঁদের আসতে সময় লাগবে। তাই ওই যুবককে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখানেই সে সুরক্ষিত থাকবে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চোখের সমস্যায় মানসিক অস্থিরতা ও উদ্বেগ। কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ। আর্থিক দিক শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭১ টাকা৮৪.৪৫ টাকা
পাউন্ড১০৪.৭৯ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৮.৫৯ টাকা৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা