দক্ষিণবঙ্গ

কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, ক্ষুব্ধ মন্ত্রীপুত্র

সংবাদদাতা, কাঁথি: কাঁথির কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের তৃণমূলের দলীয় প্যানেল হিসেবে কাঁথি সাংগঠনিক জেলা সভাপতির স্বাক্ষর করা প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। এনিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। সাংবাদিক বৈঠক করে মন্ত্রীপুত্র সুপ্রকাশবাবু বলেন, ব্যাঙ্কের সঙ্গে সব দলের কর্মী-সমর্থকরা যুক্ত থাকবেন, এটাই হওয়া উচিত। নির্বাচনে রাজনৈতিক দলের কর্মীরা অংশ নেবেন এবং তাঁদের প্রতি রাজনৈতিক দলের সমর্থন থাকবে। তাই বলে দলের প্যাডে প্রার্থীতালিকা প্রকাশ কোনওভাবেই কাম্য নয়। সরাসরি দলীয় তকমা সেই ব্যাঙ্কের আর্থিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। 
তিনি বলেন, তৃণমূলের প্যানেল হিসেবে যে প্রার্থীতালিকা প্রকাশ পেয়েছে, সেখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ জানা, তৃণমূল নেতা মামুদ হোসেন সহ অনেক প্রথম সারির নেতাদের নাম নেই। কাঁথির ছ’টি কেন্দ্রে প্যানেলে যাঁদের রাখা হয়েছে, তাঁদের বেশির ভাগেরই সরাসরি বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে। লোকসভা নির্বাচনে সেইসব ব্যক্তির ভূমিকা কী ছিল বা দলের জন্য তাঁরা কী করেছেন, পর্যালোচনা হওয়া উচিত। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। এব্যাপারে দলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ পণ্ডা বলেন, এনিয়ে কিছু প্রতিক্রিয়া দেব না। 
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চ শিক্ষা ও ব্যবসায় শুভ ফল প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭১ টাকা৮৪.৪৫ টাকা
পাউন্ড১০৪.৭৯ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৮.৫৯ টাকা৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা