দক্ষিণবঙ্গ

প্রতি সপ্তাহে খাসির মাংস খাইয়েও মন গলাতে ব্যর্থ, প্রেমিকা মজে অন্যজনে

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রেমিকার জন্য বাড়িতে অশান্তির ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু তাতেও থেমে থাকেনি বধূকে খুনে ধৃত মেমারির তপন দাস। প্রেমিকার মন পেতে বাড়িতে ‘উইক এন্ডে’ খাসির মাংস পৌঁছে দিত। কখনও বিরিয়ানি দিয়ে এসেছে। আবার ফোনে কথা বলতে যাতে অসুবিধা না হয় তারজন্য‌ সময়সীমা শেষ হওয়ার আগেই রিচার্জ করে দিত। কিন্তু প্রেমিকা বিশেষ রিচার্জ প্যাক নিয়ে বেশি সময় ইব্রাহিমের সঙ্গেই কথা বলে কাটাত। ফোন ওয়েটিং দেখে তপনের রাগ হতো। কিন্তু ফোন ছাড়ার পর প্রেমিকার কথায় তার মন গলে যেত। সে জানত ইব্রাহিম তার ঘনিষ্ঠ বন্ধু। প্রেমিক আর বন্ধুর মধ্যে কিছুটা হলেও ফারাক রয়েছে। তাই সব জেনেও সে তেমন গা করত না। কিন্তু গা ঘেঁষে ইব্রাহিমের স্কুটিতে প্রেমিকাকে ঘুরে বেড়াতে দেখে আর সে মাথা ঠিক রাখতে পারেনি। সোজা তার বাড়িতে ঢুকে ইব্রাহিমের সামনেই প্রেমিকার গলায় বঁটি বসিয়ে দেয়। মেমারির সুলতানপুরে বধূ খুনের ঘটনার তদন্তে নেমে পুলিস এমনই তথ্য‌ ঩পেয়েছে। বর্ধমান দক্ষিণের মহকুমা পুলিস আধিকারিক অভিষেক মণ্ডল বলেন, তপন খুনের কথা স্বীকার করে নিয়েছে। ঘটনার সময় শেখ ইব্রাহিমও ছিল। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত বধূ রোজ নিয়ম করে জামালপুরের বাসিন্দা ধৃত ইব্রাহিমের সঙ্গে চার-পাঁচবার ফোনে কথা বলতেন। কোনও কোনও সময় ৩০ মিনিটের বেশি সময় ধরে কথা বলেছেন। কিন্তু তপনকে ফোনে সে বেশি সময় দিতেন না। যদিও প্রেমিকার বাড়িতে তপনের অবাধ যাতায়াত ছিল। তাদের অনেকবার একসঙ্গে দেখা গিয়েছে। তা নিয়ে তপনের বাড়িতে অশান্তিও হয়েছে। বাড়ির লোকজন তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। সে প্রেমিকাকে কোনওমতেই ছাড়তে চায়নি। এক পুলিস আধিকারিক বলেন, প্রেমিকার বন্ধু ইব্রাহিমকে তপন আগে চিনত না। কয়েক মাস আগে সে তার কথা জানতে পারে। প্রেমিকাকে সে ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলে। প্রেমিকা মাঝে তাকে জানিয়ে দেয়, ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক নেই। কিন্তু তারপরও প্রেমিকার ফোন ব্যস্ত থাকত। মাঝেমধ্যে প্রেমিকা বেরিয়ে যেতেন। তাই মন থেকে সন্দেহ দূর হয়নি। তবুও তপন প্রেমিকাকে ছাড়তে পারেনি। ওই বধূ যখন যা তার কাছে চাইতেন সেটাই এনে দিত। বাড়িতে বিনামূল্যে বিদ্যুতের কাজও করে দিয়েছে। এমনকী প্রেমিকার সংসারের খরচও অনেক সময় জোগাত। মৃতার স্বামী রান্নার কাজে বেশিরভাগ সময় বাইরে থাকতেন। সংসারে অর্থের টান ছিল। সেই অভাব তপনই মেটাত। পুলিস জানতে পেরেছে, ইব্রাহিমও তার অনেক শখ মিটিয়েছে। সবকিছুই ঠিকই চলছিল। কিন্তু শেষ পরিণতি ভালো হল না।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চ শিক্ষা ও ব্যবসায় শুভ ফল প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭১ টাকা৮৪.৪৫ টাকা
পাউন্ড১০৪.৭৯ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৮.৫৯ টাকা৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা