দক্ষিণবঙ্গ

রাস্তা তৈরির কাজে ঢিলেমির অভিযোগে বাঁকাদহে বিক্ষোভ

সংবাদদাতা, বিষ্ণুপুর: রাস্তা সংস্কারে ঢিলেমির অভিযোগ আগেই তুলেছিলেন বাসিন্দারা। এনিয়ে তাঁরা বারবার আন্দোলনও করেছিলেন। এবার রাস্তার কাজের বরাতপ্রাপ্ত সংস্থার জলের গাড়ি এক বাইক আরোহীকে ধাক্কা মারায় স্থানীয়দের ক্ষোভ চরমে উঠল। রবিবার বিষ্ণুপুরের বাঁকাদহে বৈতল মোড়ে তাঁরা পথ অবরোধ করেন। এর জেরে বাঁকাদহ-জয়রামবাটি রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। যদিও পুলিসের হস্তক্ষেপে পরে অবরোধ উঠে যায়।
পুলিস জানিয়েছে, নির্মাণকারী সংস্থার জলের গাড়ির ধাক্কায় স্থানীয় এক ব্যক্তি সামান্য জখম হন। তাঁর চিকিৎসা করানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা সাময়িকভাবে রাস্তা অবরোধ করেছিলেন। পরে প্রশাসনিক স্তরে আলোচনার আশ্বাসে অবরোধ উঠে যায়। বিক্ষোভকারীরা জানান, বাঁকাদহ-জয়রামবাটি ৩০কিমি রাস্তাটি সংস্কারের কাজ একবছর আগে শুরু হয়েছিল। অন্য জায়গায় তা প্রায় সম্পূর্ণ হলেও বৈতল মোড়ে বাজার এলাকায় ২০০মিটার রাস্তায় দীর্ঘদিন ধরে পাথর বিছিয়ে ফেলে রাখা হয়েছে। তাঁরা এনিয়ে বহুবার আন্দোলন করেছেন। প্রতিবার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু তারপরও বেশ কয়েক মাস কেটে গিয়েছে। লোকসভা ভোটের পর তাড়াতাড়ি নির্মাণকাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু ভোট শেষ হলেও কাজ শেষ করা হচ্ছে না। রাস্তায় পাথর ছড়ানো থাকায় দুর্ঘটনা ঘটছে। এদিন ঠিকাদার সংস্থার গাড়ির ধাক্কাতেই এক বাইক আরোহী জখম হয়েছেন। সেজন্য তাঁরা অবরোধ করেন। এনিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা করার আশ্বাস দেওয়া হয়েছে। তাতেও কাজ না হলে তাঁরা বড় আন্দোলনে নামবেন।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চবিদ্যার শিক্ষায় শুভ। সাহিত্যচর্চায় মানসিক আনন্দ। কর্মোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৯ টাকা৮৪.৪৩ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৮.১২ টাকা৯১.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা