নানারকম

নৃত্য সমারোহ

দক্ষিণ কলকাতা নৃত্যাঙ্গন সংস্থার বার্ষিক নৃত্যানুষ্ঠান সম্প্রতি উদযাপিত হল রবীন্দ্রসদনে। অনুষ্ঠানে ঝিনুক মুখোপাধ্যায় সিনহা ও তাঁর ছাত্রীদের পরিবেশিত ভরতনাট্যমের মাধ্যমে বিভিন্ন দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সমবেত নৃত্যে অশুভ নাশ করার উদ্দেশ্যে গণেশ ও গুরু বন্দনা দিয়ে শুরু করেন তাঁরা। এরপর ‘গজাননম শান্তাকরম’-এ বিষ্ণু ও শিবের বর্ণনায় সৃষ্টি স্থিতি সমাহারের দেবতা এবং জটাধারী মহাদেবের বন্দনা নৃত্যে দারুণভাবে ফুটিয়ে তোলেন ঝিনুক। ‘অষ্টলক্ষ্মী স্তোত্রম’ মূলত দক্ষিণ ভারতে বেশি প্রচলিত হলেও নৃত্যাঙ্গনের শিল্পীরা মহালক্ষ্মীর আটটি রূপ অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরেন। লক্ষ্মী শুধুমাত্র ধন সম্পদের দেবী নন, তিনি জগতের রক্ষাকর্তা, স্থিরতার প্রতীক, বিদ্যা, শান্তি, এবং জ্ঞানদাত্রীও। শিল্পীদের অঙ্গসঞ্চালন, পদচারণা ও অভিব্যক্তির প্রকাশের ভঙ্গিমায় প্রতিটি রূপের বর্ণনা সকল দর্শককে মুগ্ধ করে। এরপর নৃত্যরত গণেশের পাদপদ্মে প্রণাম জানানোর জন্য ‘পরি পরি নিপাদনে’ উপস্থাপন করেন তাঁরা। নটরাজ অঞ্জলির মধ্যে দিয়ে নৃত্যগুরু নটরাজকে শ্রদ্ধা জানান সকলে। মোদকপ্রিয় মুষিকবাহন সিদ্ধিদাতা গণেশের প্রতি শ্রদ্ধা জানানো হয় মহাগনপ্রতিম নৃত্যে। নাগেন্দ্রহারা নাটেশা পদটিতে ‘ও নমঃ শিবায়’-এর বিবরণ দেওয়া হয়। ভরতনাট্যমে প্রথম পদ আল্লারিপুতে সঙ্ঘবদ্ধ ছন্দ উপভোগ্য হয়ে ওঠে। শৈশবের মাখন চুরি, গোপিনীদের সঙ্গে বৃন্দাবনে খেলায় মত্ত কৃষ্ণের ‘মোহনা মুরলিধারা’ এক অপূর্ব উপস্থাপনা। আনন্দ নাট্যামিদুতে প্রণাম জানানো হয় নটরাজকে। সবশেষে পরিবেশিত হয় ধনেশ্রী তিল্লানা। সমগ্র নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন স্নেহা, শর্মিষ্ঠা, হেমাঙ্গী, আরশি, তর্নিষ্ঠা, সাগরিকা, শুভান্বিতা, ঈশা এবং আরও অনেকে। এই অনুষ্ঠানে চন্দ্রোদয় ঘোষ, কোহিনুর সেন বরাট, অলকানন্দা রায়, মালবিকা সেন, পলি গুহ, উর্মিলা ভৌমিক, ও অন্যান্যদের সম্বর্ধনা দেওয়া হয়। 
কলি ঘোষ
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা