বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

জখম মাকনার হদিশ পেলেও বাগে আনতে কালঘাম ছুটছে বনকর্মীদের

সংবাদদাতা, আলিপুরদুয়ার: সোমবার হাতের নাগালের মধ্যে পেয়েও অল্পের জন্য বক্সা ব্যাঘ্র প্রকল্পের জখম মাকনা হাতিটিকে ধরতে পারলেন না বনকর্মীরা। স্বভাবতই একপ্রকার হতাশ হতে হয় বনকর্মীদের। এদিন জখম মাকনাটিকে ধরতে কুনকি হাতি মমতাজ ও জ্যোৎস্নাকে নিয়ে বক্সার হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের রাঙামাটি বিটের জঙ্গলে যায় বনকর্মীদের একটি দল। নেতৃত্বে ছিলেন খোদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পিজে। কুনকির পিঠে নেওয়া হয় ঘুমপাড়ানি গুলি। ছিলেন দক্ষ বনকর্মীরাও। 
কিন্তু দুই কুনকি কাছে ভিড়তেই জখম মাকনাটি বার বার তার অবস্থান বদল করে জঙ্গলের আরও গভীরে চলে যায়। বনকর্মীদের ঘুমপাড়ানি গুলি ছোড়ার কোনওরকম সুযোগই দেয়নি মাকনাটি। বক্সার পশ্চিম ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা বলেন, মাকনাটিকে কাছে পেয়েও বাগে আনা গেল না। তবে জখম থাকায় হাতিটিকে খুঁজে বের করতেই হবে। তাই অভিযান আমাদের অব্যাহত থাকবে। 
উল্লেখ্য, গত চারদিন আগে বক্সার মাকনাটিকে জখম অবস্থায় প্রথম দেখা গিয়েছিল কালচিনির দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েতের গোপালবাহাদুর বস্তি এলাকায়। সেদিন বনকর্মীরা গোপালবাহাদুর বস্তিতে পৌঁছনোর আগেই হাতিটি জঙ্গলে ঢুকে যায়। সেদিন জখম মাকনাটির শরীরের ক্ষতস্থান থেকে স্থানীয়রা রক্ত ঝরতে দেখেছিল। বনদপ্তর ওই ক্ষতস্থান থেকে সংক্রমণের আশঙ্কাও করছে। সেই কারণেই চিকিৎসার জন্য মাকনাটিকে যেভাবেই হোক ধরার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। 
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মাকনাটি এতদিন জয়গাঁর খোকলাবস্তি হয়ে পরে ভার্নাবাড়ি বিটের জঙ্গলে বিচরণ করছিল। সেখান থেকে সেন্ট্রাল ডুয়ার্স হয়ে রাঙামাটি বিটের জঙ্গলে চলে যায়। জখম মাকনাটি রাঙামাটির জঙ্গল ছেড়ে অন্য কোথাও তার অবস্থান বদল করে কি না, বনদপ্তর এখন সেদিকেই কড়া নজর রাখছে। 
(আহত মাকনা। - ফাইল চিত্র।)
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা