বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

নাবালিকা ধর্ষণে ১০ বছরের কারাদণ্ড দর্জির

সংবাদদাতা, মাথাভাঙা: সোমবার মাথাভাঙা মহকুমা আদালতে পকসো মামলায় অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ২০২১ সালের ধর্ষণ মামলায় অভিযুক্তকে গত ১৮ জানুয়ারি দোষী সাব্যস্ত করা হয়েছিল। এদিন বিচারক তার সাজা ঘোষণা করেন। 
মাথাভাঙা-১ ব্লকের শিকারপুরের এই ধর্ষণের ঘটনায় গোটা মহকুমাজুড়ে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছিল। অভিযোগ দায়েরের পরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তিকে পকসো আইনের ৪ নম্বর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। 
প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ মার্চ শিকারপুরের একটি টেলারিংয়ের দোকানে গিয়েছিল ওই নাবালিকা। সেই সময়ে দোকানের দরজা বন্ধ করে নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত দর্জি জয়নাল আবেদিন। এরপরই নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। তদন্তের পর জমা হয় চার্জশিট। শুনানির পর গত ১৮ জানুয়ারি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন তার রায় ঘোষণা করা হয়েছে। 
এব্যাপারে পকসো আদালতের সরকারি আইনজীবী আবু ফাত্তাহ হক বলেন, জয়নাল আবেদিন নামে শিকারপুরের ওই দর্জি ঘরের দরজা বন্ধ করে এক নাবালিকাকে ধর্ষণ করেছিল। সেই মামলায় পুলিস তদন্ত করে চার্জশিট জমা দিয়েছিল। শুনানির পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। এদিন সাজা ঘোষণা করা হল। অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা