বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

অঙ্গনওয়াড়িতে সারপ্রাইজ ভিজিট করতে সুপারভাইজারদের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বলে কয়ে নয়, অঙ্গনওয়াড়িতে সারপ্রাইজ ভিজিট বাড়াতে হবে। প্রত্যেক সুপারভাইজারকে মাসে অন্তত ২৫টি আইসিডিএস সেন্টার ঘুরে দেখতেই হবে। অফিসে কাজে ব্যস্ত থাকলে প্রয়োজনে মোবাইলে ভিডিও কল করে দেখতে হবে, সেন্টার কেমন চলছে। সোমবার অঙ্গনওয়াড়ি নিয়ে বৈঠকে এমনই নির্দেশ দিলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। তিনি বলেন, কয়েকটি অঙ্গনওয়াড়ি নিয়ে অভিযোগ এসেছে। এর মধ্যে শহরের তিনটি আইসিডিএস সেন্টার নিয়ে নালিশ জমা পড়েছে। ওই সেন্টারে কর্মী-সহায়িকারা সময়মতো যাচ্ছেন না। কেউ মনগড়া রিপোর্ট তৈরি করে পাঠিয়ে দিচ্ছেন। দেখা যাচ্ছে, কোনও শিশুর উচ্চতা আগের মাসে যা উল্লেখ করা হয়েছে, পরের মাসে তার চেয়ে কমে গিয়েছে! এটা কী করে সম্ভব? শিশুবিকাশ প্রকল্প আধিকারিক (সিডিপিও) সুদীপ তামাংকে সামনে রেখে এসডিও বলেন, অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা কিংবা সুপারভাইজারদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সজাগ থাকতে হবে। শুধু মিটিংয়ে ডেকে বকাবকি করলাম, তাতেই সবটা হয়ে যায় না। আমরা চাই, প্রতিটি আইসিডিএস সেন্টার যেন ঠিকমতো চলে। মা ও শিশুরা যাতে পুষ্টিকর খাবার পাওয়া থেকে বঞ্চিত না হয়। যেন পড়াশোনাও ঠিকমতো হয়।
বৈঠকে এসডিও বলেন, সুপারভাইজাররা অভিযোগ করেছেন, কয়েকটি আইসিডিএস সেন্টারের কর্মীরা রিপোর্ট তৈরিতে সহযোগিতা করছেন না। ইচ্ছেখুশি মতো চলছেন। এটা চলবে না। যারা অসহযোগিতা করছেন, তাঁদের চিহ্নিত করে সিডিপিও’কে শোকজ করার নির্দেশ দেন মহকুমা শাসক। সিডিপিও বলেন, ইতিমধ্যে এক কর্মীকে শোকজ করা হয়েছে।
জলপাইগুড়ি সদর মহকুমায় ১৬৫৩টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। ‘পোশান ট্র্যাকার’-এর মাধ্যমে রিপোর্ট পেশ করছে ১৩৯৫টি কেন্দ্র। বাকি সেন্টারগুলির রিপোর্ট কেন অনলাইনে জমা পড়ছে না, তা জানতে চান এসডিও। জেলাশাসকের দপ্তরে আরটিসি হলে বৈঠকে তিনি অঙ্গনওয়াড়ি সুপারভাইজারদের উদ্দেশে প্রশ্ন করেন, মাসে আপনারা ক’টা করে আইসিডিএস সেন্টার পরিদর্শন করেন? কেউ বলেন দশটা। কেউ দাবি করেন ১৫টা। এসডিও বলেন, এই সংখ্যাটা বাড়িয়ে ২৫টি সেন্টার ভিজিট করতে হবে প্রতি মাসে। আগে বলে কয়ে গিয়ে সাজানো সেন্টারের ছবি তুলে পাঠানো চলবে না। এজন্যই আচমকা ভিজিটে যেতে হবে। অফিসে কাজ কিংবা মিটিংয়ের জন্য কোনওদিন পরিদর্শনে যেতে না পারলে ভিডিও কল করে সেন্টারের কাজ যাচাই করুন। সুপারভাইজাররা কোনদিন কোন রুটে সেন্টার ভিজিট করবেন, তার পরিকল্পনা করে নিন। সেইমতো বের হন। - নিজস্ব চিত্র।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা