বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বুনিয়াদপুর শহরে জাতীয় ও রাজ্য সড়কে এবার ফুটপাত তৈরি করার পরিকল্পনা
 

সংবাদদাতা, গঙ্গারামপুর: পথ নিরাপত্তা সুনিশ্চিৎ করতে বুনিয়াদপুর শহরে জাতীয় ও রাজ্য সড়কের দু’পাশে ফুটপাত তৈরির পরিকল্পনা নিল পুরসভা। গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুর শহরের গুরুত্ব বাড়ছে দিন দিন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা পর্যায়ের সমস্ত প্রশাসনিক দপ্তর, গঙ্গারামপুর মহকুমা আদালত বুনিয়াদপুর শহরে অবস্থিত। প্রত্যেকদিন গঙ্গারামপুর মহকুমার চারটি ব্লকের মানুষ বিভিন্ন কাজে শহরে আসেন। বুনিয়াদপুর শহরের বুক চিড়ে চলে গিয়েছে ৫১২ নং জাতীয় সড়ক ও বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রাজ্য সড়ক। জনবহুল শহরে জাতীয় সড়ক ও রাজ্য সড়কের দু’পাশে রেলিং করে ফুটপাত তৈরির বিষয়ে পুরসভা, গঙ্গারামপুর মহকুমা কর্তৃপক্ষ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ গত সপ্তাহে পরিদর্শন করে।  পুরসভা শহরবাসীর পথ নিরাপত্তা সুনিশ্চিৎ করতে ফুটপাত তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছে। 
বুনিয়াদপুর পুরসভা গঠনের আগে থেকেই জাতীয় ও রাজ্য সড়কের পাশে ফুটপাত ছিল না। বর্তমান সময়ে শহরে যানজট বেড়েছে। জাতীয় ও রাজ্য সড়কের উপর দিয়ে ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। পথ দুর্ঘটনায় বুনিয়াদপুর শহরের চৌপথী ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় পথচারীর মৃত্যু পর্যন্ত ঘটেছে। প্রত্যেকদিন বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রাজ্য সড়কের মহকুমা শাসকের দপ্তরের সামনে রাজ্য সড়কের উপর পাইকারি সব্জির বাজার বসছে। ঝুঁকি নিয়েই কৃষকরা সব্জি বিক্রি করছেন। যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আশঙ্কা করছে পুরসভা কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই পুরসভা কর্তৃপক্ষ ফুটপাত তৈরির জন্য ডিপিআর তৈরির কাজ শুরু করে দিয়েছে। বুনিয়াদপুর পুরসভার প্রশাসক কমল সরকার বলেন, আমাদের শহরে জাতীয় ও রাজ্য সড়কের ধারে ফুটপাত সেভাবে নেই। ঝুঁকি নিয়ে পথচারীরা যাতায়াত করেন। শহরে পথ নিরাপত্তা সুনিশ্চিৎ করতে আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষ, মহকুমা শাসককে সঙ্গে নিয়ে পরিদর্শন করেছি। ইঞ্জিনিয়ার ডিপিআর তৈরির কাজ করছেন। সেটি দ্রুত পুর দপ্তরে বরাদ্দের জন্য প্রস্তাব পাঠাবো। ফুটপাত তৈরির উদ্যোগ নেওয়ায় খুশি গোবিন্দ তালুকদারের মতো শহরের অনেকে।  নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা