বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বিজেপিতে মন নেই বারলার, যাবেন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে!

সংবাদদাতা, নাগরাকাটা: আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বিজেপি নেতা জন বারলা। দিল্লি এইমসে চোখের চিকিৎসার জন্য আছেন। সেখান থেকে সোমবার টেলিফোনে বারলা এ খবর দিয়েছেন। কাল, বুধবার জলপাইগুড়ি ফিরবেন। পরের দিন সুভাষিণী চা বাগানে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে তিনি জানিয়েছেন। 
২০১৯ সালে আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে জিতে আদিবাসী কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হন জন বারলা। কিন্তু চব্বিশের নির্বাচনে তাঁকে বিজেপি টিকিট না দেওয়ায় দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দেন তিনি। এদিন ফোনে জন বলেন, বিজেপি ডুয়ার্সের আদিবাসীদের সঙ্গে ছলনা করেছে। বোনাস চুক্তি গতবারের ২০ শতাংশ থেকে কমে ১৬’তে এসেছে। লোকসভায় নাগরাকাটা বিধানসভায় সাড়ে তিন হাজার ভোটে বিজেপি পিছিয়ে যায়। যেখানে ২০১৯ সালে ৪৫ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল দল। ২০০৭ থেকে আদিবাসীদের সঙ্গে রাস্তায় নেমে কাজ করেছি। রাত জেগে আন্দোলন করেছি। আজকের নেতারা তা করছে না। আদিবাসীদের থেকে বিজেপির দূরত্ব তৈরি হয়েছে। তাই মানুষ বিজেপিকে চাইছে না। আমারও বিজেপিতে থাকার মন নেই। 
জন আরও বলেন, মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ তিনদিন আগেই ফোনে এসেছে। তবে আমন্ত্রণপত্র পাইনি। এইমস থেকে চোখের চিকিৎসা করিয়ে ২২ তারিখ লক্ষ্মীপাড়ায় নিজের বাড়িতে ফিরব। পরের দিন ২৩ জানুয়ারি মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে যোগ দেব। সরকারি অনুষ্ঠানে যোগ দিলেও সেখানে দলবদল হবে না। তবে তৃণমূলে কবে ফিরবেন তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একপ্রস্থ কথা হবে বলে দাবি জনের। শুভদিন দেখে তৃণমূলে পাকাপাকিভাবে যোগ দেব জানিয়েছেন বারলা। 
অন্যদিকে, বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি সাংসদ মনোজ টিগ্গা বলেন, দল কাউকে ধরে রাখবে না। কেউ যেতে চাইলে যেতেই পারেন।  
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা