বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

অপারেশনের পিছনে আস্ত গ্যাং, অনুমান করছে পুলিস

নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: শুধু শেখ হজরত বা আব্দুল হোসেন নয়। গ্যাংস্টার সাজ্জাক আলম পলায়নকাণ্ডে আস্ত একটা গ্যাং অপারেট করার সম্ভাবনা খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। যার মধ্যে কয়েকজনের নাম ইতিমধ্যে জায়গা পেয়েছে সন্দেহভাজনদের তালিকায়। সাজ্জাকের সঙ্গে তাদের যোগসূত্রও মিলেছে। তদন্তকারীদের রাডারে রয়েছে পাঞ্জিপাড়া পলায়নকাণ্ডে তাদের ভূমিকা। পুলিসের লক্ষ্য শীঘ্রই তদন্তের জাল গুটিয়ে আনা। ইসলামপুরের পুলিস সুপার জবি থমাস জানিয়েছেন, পাঞ্জিপাড়াকাণ্ডে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে। তবে সবটাই তদন্তসাপেক্ষ। খুব তাড়াতাড়ি বাকি অভিযুক্তরা পুলিসের জালে পড়বে। 
এনকাউন্টারে মৃত গ্যাংস্টার সাজ্জাক দীর্ঘ সময় রায়গঞ্জ জেলা সংশোধনাগার থেকেই তার অপকর্ম চালিয়ে গিয়েছে। ইসলামপুর আদালত থেকে ফেরার পথে পালানোর ছকও সেখানে বসেই কষেছিল সে। সাজ্জাক জেলা সংশোধনাগারে ভিজে বেড়াল হয়ে থাকলেও বাইরের জগতে তার স্বভাব ছিল ভয়ানক উগ্র। বদমেজাজের ভয়ে ছোটসোহার এলাকায় তার প্রতিবেশীরাও যথেষ্ট বিরক্ত ছিল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে যাকে তাকে ভয় দেখানোর পাশাপাশি গুলি চালানোয় হাত কাঁপত না। বাংলাদেশি অপরাধী আব্দুল হোসেন ওরফে আবাল তার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলত। সাজ্জাকের নির্দেশেই আবাল বাকি দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রাখত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
আবাল ও হজরত গোটা পাঞ্জিপাড়াকাণ্ডের পরিকল্পনায় সামিল থাকলেও কয়েকজন আবার অন্যান্য বিষয়ে তাদের লাগাতার সাহায্য করেছিল। কেউ আগ্নেয়াস্ত্র, কার্তুজ জোগাড় করে, কেউ বাইক জোগাড় করে দেওয়ার মতো বিষয়ে সাহায্য করেছিল। এই সমস্ত বিষয়ে রায়গঞ্জ জেলা সংশোধনাগার থেকে বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করেছে পুলিসের একটি বিশেষ টিম। সেই রিপোর্টের ভিত্তিতে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করেছেন তদন্তকারীরা। 
পুলিস সূত্র অনুযায়ী, পাঞ্জিপাড়াকাণ্ডের পর বিহার সীমানা ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় পুলিসের টহলদারি কয়েকগুণ বেড়ে গিয়েছে। পুলিস সোর্সদের সক্রিয়তা বাড়িয়ে প্রতি রাতে বিশেষ তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সারপ্রাইজ নাকা চেকিংও চলছে জোরকদমে। 
অন্যদিকে, শনিবার গ্রেপ্তার হওয়া হজরতকে হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। বিভিন্ন তথ্যের ভিত্তিতে সাজ্জাক ও তার অন্যান্য সঙ্গীদের ব্যাপারে পুলিস খোঁজ নেওয়া শুরু করেছে। যাদের সঙ্গে পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে আব্দুল, হজরতদের স্পষ্ট যোগ রয়েছে। কিচকটোলায় পুলিস। - ফাইল চিত্র।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা