বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

তপনের চণ্ডীপুরে নলকূপ খারাপ, জলকষ্টে বাসিন্দারা

সংবাদদাতা, তপন: তপন ব্লকের ৬ নম্বর তপন চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মদনাহার বড়বাসায় পানীয় জলের কষ্টে ভুগছেন বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, পাড়ায় দেড়শো বাসিন্দার জন্য একটি মাত্র নলকূপ থাকলেও সেটি বিকল। স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নলকূপ থেকে জল সংগ্রহ করছিলেন বাসিন্দারা। সেখানকার নলকূপটিও বছরের বেশিরভাগ সময় খারাপ থাকে। কৃষিজমিতে জলসেচের জন্য ব্যবহৃত সাবমার্সিবল পাম্প থেকে বা পাশের পাড়া থেকে পানীয় জল বয়ে আনতে হয়। ব্লক অফিস ও গ্রাম পঞ্চায়েতে বহুবার জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। এবার সমস্যা বাড়তে থাকায় সরব হয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা পূর্ণিমা টুডু বলেন, আমাদের এখানে দীর্ঘদিন ধরে জলের সুব্যবস্থা নেই। নলকূপ নষ্ট হলে মাঠ থেকে জল আনতে অনেক কষ্ট হয় মহিলাদের। দ্রুত সমস্যার সমাধান করা হোক।
একই অভিযোগ করেছেন বিমল ভুঁইমালি। তাঁর কথায়, নলকূপ নষ্ট হলে পঞ্চায়েত থেকে ঠিক করতে পারে। সেদিকেও নজর নেই। নিজেদের চাঁদা তুলে সারাতে হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নলকূপটি খারাপ হলে অনেক সময় রান্না বন্ধ থাকে। তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন বলেন, খরায় খুব সমস্যা হলে পানীয় জলের ট্যাঙ্ক পাঠিয়ে দিই। বাসিন্দারা পঞ্চায়েতে আর একবার লিখিত আবেদন করলে নলকূপ সারানোর ব্যবস্থা করা হবে।
(তপনের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মদনাহার বড়বাসায় বেহাল নলকূপ। -নিজস্ব চিত্র)
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা