উত্তরবঙ্গ

কালীপুজোয় শান্তির বার্তা দেবে স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন, থিমে অভিনব চমক

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: বিশ্বজুড়েই হিংসা, হানাহানি। ক্ষমতা জাহিরের জন্য রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ, যুদ্ধর বাতারণ। বন্ধ হোক হিংসা হানানি। ভালোবাসার সূত্রে আবদ্ধ হোক সমগ্র পৃথিবী। এই বার্তাই এবার তুলে ধরতে চলেছে ময়নাগুড়ির হাসপাতাল পাড়ার স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন। তাই থিম রাখা হয়েছে ‘শান্তি রথ’। এই বছর এদের কালীপুজোর ৩৩ তম বর্ষ। 
এসসিএ’র মণ্ডপ তৈরি হচ্ছে ক্লাব ভবনের বিপরীত পাশে। এখানে দেখা যাবে বিরাট একটি রথ। এছাড়াও মণ্ডপজুড়ে থাকবে বিভিন্ন দেবদেবীর মূর্তি। শুধু তাই নয়, মণ্ডপে এলে নজরে পড়বে প্রচুর মডেল। গোটা মণ্ডপ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে ফাইবার, স্টিলের রড, অ্যালুমিনিয়াম সহ নানা সামগ্রী। জলপাইগুড়ির থিমশিল্পী পার্থ ভৌমিক এটি তৈরি করছেন। উদ্যোক্তাদের দাবি, এসসিএ’র আলোকসজ্জাতেও থাকবে চমক। এই দায়িত্ব দেওয়া হয়েছে জয়দেব রায় ও শুকচাঁদ মজুমদারকে। প্রতিমা তৈরি করছেন কুণাল পাল। 
এসসিএ’র কালীপুজোয় প্রতিবছরই আলাদা চমক থাকে। ক্লাব কর্তৃপক্ষের দাবি, এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। একদিকে কালীপুজোর মধ্য দিয়ে যেমন শান্তির বার্তা দেবে ক্লাব, তেমনই তাদের পুজো সম্প্রীতির বার্তাও তুলে ধরে সমাজে। পুজো কমিটির সভাপতি দীপক সাহা, সহ সভাপতি সত্যজিৎ মাহাত, সম্পাদক প্রদীপ্ত দাস, সহ সম্পাদক মহম্মদ জিন্নাদ। কোষাধ্যক্ষ আজাদ হোসেন ও মণীশ রায়। 
সম্পাদক প্রদীপ্ত দাস বলেন, আমরা বরাবরই চেষ্টা করি একটু অন্যরকমভাবে পুজো করে দর্শনার্থীদের মনে জায়গা করে নিতে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ময়নাগুড়ির অন্য ক্লাবগুলিকে আশা করছি আমাদের থিম টেক্কা দেবে। সহ সভাপতি সত্যজিৎ মাহাত বলেন, মণ্ডপ থেকে প্রতিমা, আলোকসজ্জা ময়নাগুড়িতে সেরা করে তুলতে প্রত্যেক সদস্য একযোগে ঝাঁপিয়ে পড়েছেন।  নিজস্ব চিত্র।
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা