উত্তরবঙ্গ

আজ মধ্যরাতেই মালদহে রামকেলি ধামে স্নানযাত্রা উত্সবে মেতে উঠবেন পুণ্যার্থীরা

সংবাদদাতা, পুরাতন মালদহ: আজ, বৃহস্পতিবার মধ্যরাতে মালদহের গুপ্ত বৃন্দাবন তথা রামকেলি ধামে স্নানযাত্রা উৎসবে মাতবেন পুণ্যার্থীরা। ওই  ধামের চৈতন্য মহাপ্রভুর দুই সহচর- শ্রী রূপ এবং সনাতন গোস্বামীর স্মৃতি বিজড়িত রাধা এবং শ্যাম কুণ্ডে ঘাট পরিষ্কারের জোর প্রস্তুতি শুরু হয়েছে। গুপ্ত বৃন্দাবনের একাধিক মন্দিরে এই উৎসব পালন করা হবে। 
এর পাশাপাশি একই সময়ে জেলার পুরাতন মালদহ শহরের মহানন্দা ঘাটেও স্নানযাত্রাকে ঘিরে ভিড় উপচে পড়বে। ভক্তরা বিভিন্ন রাধাগোবিন্দ মন্দিরের তরফে নাম সংকীর্তনের র‍্যালি বের করবেন। খোল, করতাল, তুলসী গাছ নিয়ে তাঁরা কুণ্ডের ঘাটে আসবেন। রাতে স্নান সেরে কুণ্ডের ধারে প্রদীপ প্রজ্জ্বলনের বিশেষ রীতি রয়েছে। রামকেলিতে মহাপ্রভুর পুর্ণাবয়ব মূর্তি পরিক্রমা করে কীর্তন হবে। 
মন্দির কর্তৃপক্ষের দাবি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকেও ভক্তরা রামকেলি ধামে আসার জন্য যোগাযোগ শুরু করে দিয়েছেন। তাঁরা এদিন বিকেলে চলে আসবেন। 
রাতে উৎসবে অংশ নেবেন। দুই জায়গাতেই রাতে পর্যাপ্ত পুলিস মোতায়েন করা হবে বলে জেলা পুলিস প্রশাসন জানিয়েছে। মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন, রাধাকুণ্ডের ঘাটে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। রাতে পর্যাপ্ত আলো থাকবে। পুণ্যার্থীদের অসুবিধা যাতে না হয় সেদিকে নজর রয়েছে।
এদিন সকাল থেকেই রামকেলির রাধাকুণ্ড ঘাটের তদারকি করেছিলেন মদন মোহন মন্দিরের সেবায়েত মদন মোহন পানিগ্রাহী। তিনি বলেন, মহাপ্রভুর স্মৃতি বিজড়িত এই ধামে বহু পুণ্যার্থী স্নান করেন। রাত ১২টার পর অর্থাৎ মধ্য রাতে স্নানের নিয়ম রয়েছে। রাতে পাশের জেলা থেকেও মন্দিরের পাশে কুণ্ডগুলিতে স্নান করতে আসেন।   নিজস্ব চিত্র
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা