উত্তরবঙ্গ

পঞ্চায়েত থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হল বাবা-ছেলেকে

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: রাস্তার দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানাতে এলে পিতা-পুত্রকে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমা খাতুনের স্বামী নেফাউর রহমানের বিরুদ্ধে। সিপিএমের প্রধানের স্বামীর এই দাদাগিরির প্রতিবাদে শুক্রবার রাতে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসেন পিতা-পুত্র। প্রধানের স্বামী পিতা-পুত্রের বিরুদ্ধে পাল্টা চুরির অভিযোগ এনেছেন শনিবার। জানা গিয়েছে, আঙ্গারমুনি গ্রামে ৪০ মিটারের একটি কংক্রিটের রাস্তা নির্মাণ হচ্ছিল। কিন্তু রাস্তাটি অর্ধেক হওয়ার পর কাজ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্য সালমান আলিকে জানিয়ে কোনও কাজ না হওয়ায় সালাম এবং তাঁর পুত্র সাহিল পঞ্চায়েত অফিসে গিয়ে হেনস্তা হন বলে অভিযোগ। প্রধানের স্বামীর বিরুদ্ধে রাতেই সালাম ও সাহিল ধর্নায় বসলে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধর্না উঠে যায়। হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, রাস্তা নিয়ে কেউ অভিযোগ জানায়নি। আমি সোমবার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখব।
সালাম বলেন, শুক্রবার প্রধানের কাছে গিয়েছিলাম অভিযোগ করতে। প্রধান অভিযোগপত্র নেননি। প্রধানের স্বামী ছেলে ও আমাকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেন। যদিও প্রধানের স্বামী এই অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। প্রধানের স্বামী বলেন, শুক্রবার বিকেলে পঞ্চায়েতে গিয়ে ওরাই আমাকে হুমকি দেয়। তারপরই শুক্রবার রাতে আমার বাড়িতে চুরির ঘটনা ঘটে। আমার অনুমান তারাই এই চুরির ঘটনায় জড়িত। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, অভিযোগ হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা