বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

যৌন নিগ্রহ! মা হল ১২ বছরের নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অসহ্য প্রসব যন্ত্রণা নিয়ে ভোররাতে হাসপাতালে এল প্রসূতি। তোড়জোড় শুরু হল চিকিৎসক ও নার্সদের। কিন্তু  প্রসূতির বয়স দেখে চমকে উঠলেন তাঁরা। কারণ, প্রসূতির বয়স মাত্র ১২ বছর! বিধাননগর মহকুমা হাসপাতালে সেই নাবালিকা জন্ম দিল এক কন্যাসন্তানের! কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। নাবালিকা এবং সদ্যোজাতের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। বিধাননগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলার প্রসেনজিৎ নাগ বিষয়টি জানিয়েছেন বিধাননগরের পুলিস কমিশনার এবং জেলাশাসকের দপ্তরে। জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছেও অভিযোগ দায়ের করেছেন তিনি। কার যৌন নির্যাতনের ফলে এই ঘটনা, তাকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন তিনি। সেই সঙ্গে নাবালিকা মা ও মেয়েকে হোমে রাখার জন্য প্রশাসনকে লিখিত আবেদন করেছেন। 
বাগুইআটিতে ওই নাবালিকার বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়েটি গত বেশ কিছুদিন বাড়ির বাইরে বের হচ্ছিল না। কয়েকদিন আগে পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি সমীক্ষা চালাতে গিয়ে জানতে পারেন, ওই এলাকায় ১২ বছরের এক নাবালিকা গর্ভবতী। তাও আবার ‘অ্যাডভান্সড স্টেজ’। গত ২৮ ফেব্রুয়ারি ভোররাতে প্রসব যন্ত্রণা নিয়ে নাবালিকা বিধাননগর মহকুমা হাসপাতালে যায়। ভর্তির ক্ষেত্রে সমস্যা হওয়ায় সে স্থানীয় এক স্বাস্থ্যকর্মীকে ফোন করে। ভোর সাড়ে ৪টে নাগাদ ওই স্বাস্থ্যকর্মী হাসপাতালে পৌঁছন। তিনি বিষয়টি কাউন্সিলার প্রসেনজিৎবাবুকেও জানান। সকালে কন্যসন্তানের জন্ম দেয় নাবালিকা। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সদ্যোজাতের ওজন হয়েছে ২ কেজি ৪০০ গ্রাম। মা সুস্থ রয়েছে। নিওনেটাল জন্ডিস হয়েছে সদ্যোজাতের। তবে চিকিৎসা চলছে। সুস্থ হয়ে যাবে দু’জনেই। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার সঙ্গে নাগাল্যান্ডের এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। তাকে নিয়ে নাগাল্যান্ডেও যায় ওই যুবক। কয়েকমাস আগে নাবালিকাকে বাগুইআটিতে রেখে সে পালিয়ে যায়। কাউন্সিলার বলেন, ‘আমি পুলিস কমিশনার, জেলাশাসক এবং জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে বিষয়টি জানিয়েছি। যে ওই নাবালিকার উপর যৌন নির্যাতন করে এই অবস্থা করেছে, আমরা তার কঠোর শাস্তি চাই। সেই সঙ্গে নাবালিকা ও সদ্যোজাতের সুরক্ষার জন্য তাদের সরকারি হোমে রাখার ব্যবস্থা করতে বলেছি।’ উত্তর ২৪ পরগনার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য রীতা পাল বলেন, ‘বিষয়টি আমাদের জানানো হয়েছে। পুলিসকেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। মা ও মেয়ের জন্য আমরাও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। ইতিমধ্যে আমাদের চেয়ারপার্সনও সেই নির্দেশ দিয়েছেন।’
20h 20m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা