বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

এনডিএ শাসিত রাজ্যেই বেশি অফার দেখাতে গিয়ে ধাক্কা ইন্টার্নশিপ প্রকল্পে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  স্টাইপেন্ড মাত্র ৫ হাজার টাকা। যতই নামিদামী কোম্পানির ইন্টার্নশিপ হোক না কেন, এই সামান্য টাকায় ভিনরাজ্যে গিয়ে কীভাবে থাকা খাওয়া যাতায়াত সম্ভব? আর তাই কাগজে কলমে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে লক্ষাধিক অফারের কথা ফলাও করে প্রচার করা হলেও, আদতে তাতে সাড়া মিলছে না। চলতি আর্থিক বছরে এ পর্যন্ত ৮২ হাজার প্রার্থীকে অফার দেওয়া হয়েছে।  এরমধ্যে মাত্র ২৮ হাজার ইন্টার্নশিপ গ্রহণ করেছে কর্মপ্রার্থীরা। এই তথ্য আগেই প্রকাশিত হয়েছে। কিন্তু বেকারত্ব যেখানে চরমে, সেখানে কেন অফার লেটার পড়ে থাকছে? উত্তরের খোঁজ শুরু করে কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক। জানা যাচ্ছে মূল কারণ, এই অনাগ্রহের কারণ রিলোকেশন।  দেখা যাচ্ছে, বেশিরভাগ অফারই এনডিএ শাসিত রাজ্যগুলির কোম্পানির। ভিনরাজ্যে চাকরি নতুন কিছু নয়। কিন্তু ৫ হাজার টাকার স্টাইপেন্ডের জন্য ভিন রাজ্যে থাকতে হলে নিজের পকেট থেকেই তো খরচ করতে হবে। আর সেই কারণেই ইন্টার্নশিপের অফার পেয়েও আগ্রহ দেখাচ্ছেন না হাজার হাজার কর্মপ্রার্থী। ফলে প্রকল্প মুখ থুবড়ে পড়ছে। 
  প্রসঙ্গত, কোনও কোম্পানি সরাসরি নিয়োগ করতে পারে না এই প্রকল্পে। নিয়ম হল, সরকারি স্তরে আবেদন করতে হবে পোর্টালে। সরকার বাছাই করে নাম পাঠাবে বিভিন্ন সংস্থায়। যোগ্য প্রার্থীদের বিষয়ে সংস্থাগুলি সবুজ সংকেত দিলে অফার লেটার দেবে সরকার। লক্ষ্য করা যাচ্ছে, এপর্যন্ত ইন্টার্নশিপের অফারের ৪৫ শতাংশই হল এনডিএ শাসিত রা঩জ্যের কোম্পানিগুলির। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা এবং অন্ধ্রপ্রদেশ- এই পাঁচ রাজ্যের কোম্পানিতেই সবথেকে বেশি ইন্টার্নশিপের ব্যবস্থা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এটা হল প্রচারের কৌশল। এনডিএ শাসিত রাজ্যে কত বেশি কাজের সুযোগ,  আর অবিজেপি শাসিত রাজ্যগুলিতে ইন্টার্নশিপ দিতে পারে এমন সংস্থার সংখ্যা কত কম, এমনটা দেখানোর চেষ্টা চলছে। রাজনৈতিক এই লক্ষ্য পূরণ করতে গিয়ে উল্টে দেখা যাচ্ছে, প্রকল্পই বিশ বাঁও জলে পড়ছে। কারণ ভিনরাজে এসে ইন্টার্নশিপ নিতে রাজি হননি বেশিরভাগ কর্মপ্রার্থী।  নিয়ম হল, এককালীন সরকার ৬ হাজার টাকা দেবে। তারপর প্রতি মাসে ওই সংস্থায় ইন্টার্নশিপে করার স্টাইপেন্ড মিলবে ৫ হাজার টাকা করে। যা দিয়ে ভিনরাজ্যে টিকে থাকা সম্ভব নয়। মূল্যবৃদ্ধি চরমে! ইন্টার্নরা ৫ হাজার টাকায় থাকবেন কোথায়? খাবেনই বা কী? 
20h 20m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা