বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বেসরকারি সংস্থাকে যুদ্ধবিমান তৈরির বরাত, প্রস্তাব প্রতিরক্ষা মন্ত্রকের কমিটির

নয়াদিল্লি: যুদ্ধবিমান তৈরিতেও বেসরকারিকরণ! ভারতীয় বায়ুসেনায় যুদ্ধবিমানের সংখ্যা বৃদ্ধি করতে এমনই প্রস্তাব দিল প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ কমিটি। তারা  জানিয়েছে, যুদ্ধবিমান তৈরিতে বেসরকারি সংস্থাকেও যুক্ত করা হোক। ওই কমিটির যুক্তি, বায়ুসেনার বহু বিমান পুরনো হয়ে যাওয়ায় তা ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে। ফলে বায়ুসেনার শক্তি কমছে। আবার বিদেশ থেকে প্রচুর সংখ্যায় যুদ্ধবিমান কেনা সময়সাপেক্ষ বিষয়। বিষয়টি নিয়ে বায়ুসেনা প্রধানও এর আগে মুখ খুলেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আমলাদের নিয়ে তৈরি ওই কমিটি তাদের রিপোর্ট প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে সোমবার জমা দিয়েছে। ওই রিপোর্টে যে সব সুপারিশ করা হয়েছে, সেগুলি নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা শেষ করার নির্দেশ দিয়েছেন রাজনাথ।
বায়ুসেনার কাছে এখন অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধবিমান থাকলেও, তা সংখ্যায় অনেক কম। বায়ুসেনাকে এখনও ভরসা করতে হয় সোভিয়েত আমলের যুদ্ধবিমানের উপর। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছে চীন ও পাকিস্তান। তাই আকাশপথকে মজবুত করতে বায়ুসেনার স্কোয়াড্রনের সংখ্যা ৩১ তেকে বাড়িয়ে ৪২-এ নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। এর আগে এয়ার চিফ মার্শাল এ পি সিং বলেছিলেন, যুদ্ধবিমানের সংখ্যা বৃদ্ধি করতে বেসরকারি সংস্থাগুলিকে দায়িত্ব দেওয়া উচিত। তিনি জানিয়েছিলেন, ঘাটতি পূরণ করতে প্রতি বছর ৩৫ থেকে ৪০টি যুদ্ধবিমান বায়ুসেনায় যুক্ত করতে হবে। সেখানে হ্যাল প্রতি বছর ২৪টির বেশি বিমান তৈরি করতে পারে না। হ্যাল ৮৩টি বিমান তৈরির বরাত পেলেও চলতি আর্থিক বছরে তারা একটি বিমানও তৈরি করতে পারেনি।
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা