বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কুম্ভে নৌকা চালিয়ে ৩০ কোটি লাভ! বিধানসভায় দাবি যোগীর,  মানতে নারাজ মাঝিরা

লখনউ: পূর্ণকুম্ভ চলাকালীন এক মাঝির পরিবার ৩০ কোটি টাকা লাভ করেছেন। ওই পরিবারের ১৩০টি নৌকা রয়েছে। গত দেড় মাসে তাঁরা এক একটি নৌকা থেকে তাঁরা ২৩ লক্ষ টাকা আয় করেছেন। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে এমনই দাবি করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু তা ধোপে টিকল না। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেই দাবি উড়িয়ে যোগীকে কার্যত ‘মিথ্যাবাদী’ প্রমাণ করলেন সংশ্লিষ্ট নৌকা মালিকদের পরিবার। বুধবার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রত্যাশার থেকে বেশি লাভ হয়েছে ঠিকই। তবে তা ৩০ কোটি নয়।’ তবে ঠিক কত টাকা লাভ করেছেন, তা জানাননি তাঁরা। এরপরেই যোগীর দাবি ঘিরে সন্দেহ দানা বেঁধেছে নানা মহলে।  
পূর্ণকুম্ভে কোটি কোটি পুণ্যার্থীকে স্নানঘাটে পৌঁছে দিয়েছেন নৌকা চালকরা। যদিও তাতে মাঝিদের লাভ তেমন হয়নি বলেই দাবি করেছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সরব হয়েছিলেন নৌকা চালকদের দুর্দশা নিয়ে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, এই নৌকা চালকরা সবচেয়ে বঞ্চনার শিকার। এরপরই মঙ্গলবার নাম না করে অখিলেশের সমালোচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর তা করতে গিয়েই যোগী আদিত্যনাথ তুলে ধরেন একটি পরিবারের উদাহরণ। বলেন, ওই পরিবারের হাতে ১৩০টি নৌকা রয়েছে। দৈনিক নৌকাপিছু আয় হয়েছে ৫০ থেকে ৫২ হাজার টাকা। যদিও অঙ্কের বিচারে তা কতটা সম্ভব, সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ওই নৌকা মালিক পিন্টু মাহরার পরিবারও জানিয়ে দিল, ‘এত টাকা কখনও চোখেই দেখিনি। তবে এটা ঠিক যে আশাতীত লাভ হয়েছে। কারণ, সরকারের ঠিক করে দেওয়া ভাড়ার উপরেও অনেকে মোটা বকশিস দিয়েছেন। আর সবটাই হয়েছে মহাকুম্ভের জন্য।’
10h 10m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা