বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

হাসপাতালে সদ্যোজাত সন্তানকে ফেলে রেখে উধাও সেই ১২ বছরের নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মা হয়েছে ১২ বছরের নাবালিকা! বিধাননগর মহকুমা হাসপাতালে সে জন্ম দিয়েছে এক কন্যাসন্তানের। কার যৌন লালসার শিকার হল ওই নাবালিকা? সেই তদন্ত এবং মা ও সদ্যোজাতের সুরক্ষার জন্য মঙ্গলবার পুলিস-প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলেন বিধাননগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রসেনজিৎ নাগ। এই অবস্থায়  পাঁচ দিনের কন্যাসন্তানকে হাসপাতালে রেখে এদিন রাতেই উধাও হয়ে গেল সেই নাবালিকা। টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে গিয়েছে সঙ্গে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও হাসপাতালের বিরুদ্ধে গাফলতির অভিযোগ এনেছে। নাবালিকা একাই গেল, নাকি কেউ তাকে ফুঁসলিয়ে নিয়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। বুধবার রাত পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি। 
বিধাননগর মহকুমা হাসপাতালের সুপার পার্থপ্রতিম গুহ বলেন, ‘শৌচালয়ে যাওয়ার নাম করে রাত ১০টার পর উধাও হয়ে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই বিধাননগর উত্তর থানাকে জানানো হয়েছে।’ এক পুলিস আধিকারিক বলেন, ‘খোঁজ চলছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’
গত ২৮ ফেব্রুয়ারি বিধাননগর হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দেয় নাবালিকা। জানা গিয়েছে, তার মা নাগাল্যান্ডের বাসিন্দা। এখনও তিনি নাগাল্যান্ডেই থাকেন। বাবা থাকেন এখানে। তবে তিনি মেয়েটির আসল বাবা নাকি সৎ বাবা, তা জানে না কেউ! বাগুইআটিতে বাবার সঙ্গে থাকত মেয়েটি। মায়ের সূত্র ধরেই নাগাল্যান্ডের এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। প্রেমের ফাঁদ পেতে নাবালিকাকে নাগাল্যান্ডে নিয়ে গিয়ে আংটি বদল করে সেই যুবক। কয়েকমাস আগে নাগাল্যান্ড থেকে চলে আসে নাবালিকা। 
এক্ষেত্রে মেয়েটির বাবা পুলিসে অভিযোগ দায়ের করেননি কেন? প্রসবের পর হাসপাতাল কি পুলিসকে জানিয়েছিল? কাউন্সিলার প্রসেনজিৎ নাগ বলেন, ‘আমি মঙ্গলবার সকালে পুলিস কমিশনার, জেলাশাসক এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে জানালাম। তারপর কী করে ওই রাতেই নাবালিকা হাসপাতাল থেকে উধাও হয়ে গেল? অভিযোগের পরেও পুলিস পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেনি। নাবালিকার নিখোঁজ হওয়ার পর থেকে তারা বাবারও খোঁজ মিলছে না!’ উত্তর ২৪ পরগনা জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন সহেলি রায়চৌধুরী বলেন, ‘আমি মঙ্গলবার রাতেই বাগুইআটি থানাকে জানিয়েছিলাম ঘটনাটা। হাসপাতালকেও গুরুত্ব দিতে বলেছিলাম। হাসপাতালের গাফিলতির জন্যই এই ঘটনা ঘটল। সদ্যোজাতকে আমরা হোমে পাঠানোর ব্যবস্থা করব।’ প্রসঙ্গত, বাগুইআটি থানার পুলিস তদন্তের জন্য মঙ্গলবার রাতেই বিধাননগর হাসপাতালে পৌঁছয়। কিন্তু তার আগেই নাবালিকা উধাও হয়ে গিয়েছে!
10h 10m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা