বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

পণবন্দিদের এখনই মুক্তি দিতে হবে, নইলে সব শেষ হয়ে যাবে, হামাসকে হুঁশিয়ারি ট্রাম্পের

ওয়াশিংটন, ৬ মার্চ: গাজা ভূখণ্ডে পণবন্দি মার্কিন নাগরিকদের ছাড়াতে হামাসের সঙ্গে গোপন বৈঠক করেছে ট্রাম্প প্রশাসন। গতকাল, মঙ্গলবার এমনই দাবি করে একটি সংবাদমাধ্যম। যদিও সেই বৈঠকে কোনও গোপনীয়তা নেই বলেই জানিয়েছে ওয়াশিংটন। পুরো বিষয়টি স্বীকার করে নিয়েছেন তাঁরা। তবে শুধুই মার্কিন নাগরিক নয়, সব পণবন্দিদের দ্রুত মুক্তি দিতে হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেরকম না করলে হামাসকে শেষ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জঙ্গিগোষ্ঠী হামাসকে  হুঁশিয়ারির সুরে বলেছেন, 'সব পণবন্দিদের পরে নয়, এখনই মুক্তি দিতে হবে। সঙ্গে যাঁদের খুন করেছ তাঁদের মৃতদেহেও ফিরিয়ে দিতে হবে। নইলে তোমাদের সব শেষ হয়ে যাবে। শেষবারের মতো বলছি, গাজা ছেড়েও চলে যাও তোমরা। গাজার মানুষদের বলছি, একটা সুন্দর ভবিষ্যত অপেক্ষা করছে আপনাদের জন্য। আপনারা পণবন্দিদের আটকে রাখতে হামাসকে সাহায্য করবেন না। যদি করেন তাহলে আপনারাও মরবেন।' এরই সঙ্গে ট্রাম্প ইজরায়েলকে সবরকম সাহায্য করার কথাও জানিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই সুর মিলিয়ে হামাসকে হুঁশিয়ারি দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, 'যা ঘটবে আপনাদের সঙ্গে তা কল্পনারও বাইরে।' হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি আপাতত শেষ হয়েছে ইজরায়েলের। যদিও তেল আবিব চেয়েছিল এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চলুক এই যুদ্ধবিরতি। কিন্তু হামাসের দাবি ছিল, যুদ্ধবিরতির দ্বিতীয় চুক্তি এখনই স্বাক্ষরিত হয়ে যাক। সেই পথে হাঁটেনি তেল আবিব।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা