বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

‘এবার আমাদের সময় এসেছে’, ভারতের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ওয়াশিংটন, ৫ ফেব্রুয়ারি: যে সকল দেশ আমেরিকার উপর বছরের পর বছর ধরে শুল্ক আরোপ করে এসেছে, আমেরিকারও এবার তাদের উপর সমহারে শুল্ক আরোপ করবে। একথা আগেই জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ, বুধবার সকালে (ভারতীয় সময়) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় ট্রাম্প তাঁর পারস্পরিক শুল্ক নীতি ফের একবার স্পষ্ট করে দিলেন। তাঁর শুল্ক নীতি থেকে যে বাদ পড়বে না ভারতও সে কথাও জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, আমেরিকায় ভারতীয় পণ্যের পাল্টা শুল্ক আরোপ করা হবে। ভারত ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকোর মতো দেশগুলির ক্ষেত্রেও এই শুল্ক নীতি প্রযোজ্য হবে।
দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প এদিন বলেন, “বেশ কিছু দেশ কয়েক দশক ধরে আমাদের পণ্যের উপর শুল্ক আরোপ করে এসেছে। এবার আমাদের পালা। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত সহ একাধিক দেশ আমাদের উপর আমাদের উপর তুলনামূলক চড়া হারে শুল্ক আরোপ করে। এটি খুবই অন্যায্য। ” এরপরই ট্রাম্প কড়া ভাষায় বলেন, “ভারত আমাদের পণ্যের উপর ১০০ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করে। চীন আমাদের পণ্যের উপর গড়ে আমাদের থেকে দ্বিগুণ শুল্ক এবং দক্ষিণ কোরিয়া গড়ে চার গুণ বেশি শুল্ক আমাদের উপর ধার্য করে। এটি অন্যায্য।”
ট্রাম্পের কথায়, ‘‘আগামী ২ এপ্রিল আমরা পারস্পরিক শুল্ক আরোপ করব। আমি চেয়েছিলাম ১ এপ্রিল থেকেই এই নীতি কার্যকর করতে। কিন্তু যেহেতু ১ এপ্রিলকে এপ্রিল ফুল ডে বলা হয়, তাই অনেকে ভাবতে পারেন, আমি এপ্রিল ফুল করছি। তাই আগামী ২ এপ্রিল থেকেই এই পারস্পরিক শুল্ক নীতি চালু করা হবে।’’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি মার্কিন মুলুকে  সফর করেছেন। ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনাও হয়। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। ভারত আমেরিকান হুইস্কি, সুপার বাইকের উপর শুল্ক কমালেও বরফ গলেনি। কিছুদিন আগে একটি সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন,“আমরা শীঘ্রই পারস্পরিক শুল্ক আরোপ করতে চলেছি। যারা আমাদের উপর শুল্ক চাপায়, আমরাও তাদের উপর শুল্ক চাপাব। যদি কোনও কোম্পানি হয় তবে কোম্পানি, যদি কোনও দেশ হয়, তবে দেশ, আমরা সেক্ষেত্রে শুল্ক চাপাব।” এ প্রসঙ্গে চীন ও ভারতের নামও করেন ট্রাম্প। একই সঙ্গেই মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, “তাঁর প্রথম মেয়াদেই তিনি ভারতের উপর পারস্পরিক শুল্ক আরোপ করতে চেয়েছিলেন, কিন্তু করোনা মহামারীর দরুণ সেই কাজ সম্ভব হয়নি।”
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা