বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

প্রাকৃতিক কারণেই বাংলাদেশে পদ্মা ‘শুকনো’,   ভারতের ভূমিকা নেই, ফরাক্কায় এসে মানলেন ঢাকার বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ভারতের কারসাজিতে নাকি শুকিয়ে যাচ্ছে পদ্মা। দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছে বাংলাদেশ। সেই দেশের সাম্প্রতিক টালমাটাল পরিস্থিতিতে এমন অভিযোগ আরও জোরদার হয়েছে। কিন্তু এবার ভারতে এসে ফরাক্কা পরিদর্শনের পর সেই অভিযোগে জল ঢেলে দিলেন ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ দলের প্রধান স্বয়ং। বাস্তব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও পর্যালোচনার পর স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও লুকোচুরি নেই। প্রাকৃতিক কারণেই বাংলাদেশে পদ্মায় জল কম যাচ্ছে।  
১৯৯৬ সালে ৩০ বছরের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা-পদ্মা জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। তাই চুক্তি পুনর্নবীকরণ সংক্রান্ত চুড়ান্ত সিদ্ধান্তের আগে মঙ্গলবার ফরাক্কা পরিদর্শনে আসেন ভারত-বাংলাদেশ যৌথ রিভার কমিশনের সদস্যরা। ভারতের পাঁচজন সদস্য ছাড়াও রয়েছেন মহম্মদ আবুল হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশের ১১ সদস্য রয়েছেন সেই দলে। আবুল হোসেন বলেন, ‘জানুয়ারি পর্যন্ত জলের পরিমাণ ঠিকই ছিল। ফেব্রুয়ারিতে পদ্মায় জলের পরিমাণ সামান্য কমেছে। তবে তা পুরোপুরি প্রাকৃতিক কারণেই হয়েছে। কোনও বছর জল বাড়বে, কোনও বছরে কমবে, এটাই তো স্বাভাবিক।’ প্রসঙ্গত, চুক্তি অনুযায়ী বর্ষার মরশুমে পদ্মায় ৬৮ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়। শুখা মরশুমে ছাড়া হয় তার অর্ধেক পরিমাণ জল। 
সোমবার থেকে পাঁচ দিনের সফরে রাজ্যে এসেছেন যৌথ রিভার কমিশনের সদস্যরা।  মঙ্গলবার সকালে তাঁরা ফরাক্কা ব্যারাজ পরিদর্শনে যান। সেখানে তাঁদের সামনে ব্যারেজ এবং জলবণ্টন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করেন ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপাণ্ডে। বুধবার কলকাতার উদ্দেশে রওনা দেবেন কমিশনের সদস্যরা। বৃহস্পতিবার কমিশনের ৮৩তম বৈঠকে গঙ্গা-পদ্মা ছাড়াও মহানন্দা, তিস্তা, মনু, মুহুরি, গুমতি, ধারলার মতো আন্তর্জাতিক নদীগুলির জলবণ্টন নিয়েও আলোচনা হতে পারে। বিষয়গুলির সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, গত ২৪ জুন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের প্রতিনিধিরা ঢাকা ফিরে যাওয়ার আগে ৭ মার্চ কলকাতায় রাজ্য সেচদপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে গঙ্গা-পদ্মা জলবণ্টন চুক্তি নিয়ে রাজ্যের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ওই চিঠি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। ওই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ‘...ইতিমধ্যে পদ্মার সঙ্গে সংযোগ হারিয়েছে জলঙ্গী এবং মাথাভাঙ্গা। গঙ্গা থেকে ভাগীরথীতে জলের স্বাভাবিক স্রোতেও যথেষ্ট প্রভাব পড়েছে। ফলে সুন্দরবনে লবণাক্ত জলের মাত্রা বাড়ছে। সেই সঙ্গে কলকাতা পোর্টের নাব্যতা ধরে রাখতে একটি ফিডার ক্যানাল কেটে ৪০ হাজার কিউসেক জল ছাড়ার প্রয়োজন পড়েছে।’ প্রসঙ্গত, ২০২১-এর ৬ জানুয়ারি, ২০২২ ও ২০২৩ সালের ২৩ আগস্ট যৌথ রিভার কমিশনের কারিগরি পর্যায়ের বৈঠক হয়েছিল। তবে চুক্তির মেয়াদ শেষ হতে আর বছরখানেক বাকি থাকায় ৬ ও ৭ মার্চের বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা