বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ঘোড়ামারা দ্বীপে কোনও জেটিঘাট নেই, বিপদ নিয়েই চলছে ভুটভুটিতে ওঠানামা

সংবাদদাতা, কাকদ্বীপ: মূল ভূখণ্ড থেকে একেবারেই বিচ্ছিন্ন সাগরের ঘোড়ামারা দ্বীপ। যোগাযোগের একমাত্র মাধ্যম হল ভুটভুটি। অথচ এই দ্বীপেই নেই কোনও জেটিঘাট। ফলে এলাকার বাসিন্দাদের বিপজ্জনকভাবেই ভুটভুটিতে ওঠানামা করতে হয়। বিশেষত ছোট শিশু ও বয়স্কদের ভুটভুটি থেকে ওঠাতে বা নামাতে সবচেয়ে বেশি সমস্যা হয় তাঁদের। এমনকী মালপত্র নামানো ও তোলার ক্ষেত্রেও সমস্যা হয়। নদীতে ভাটার সময় ও বর্ষাকালে এই সমস্যা দ্বিগুণ হয়ে যায়।
মূলত নদীবাঁধ ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে কোনও জেটিঘাট তৈরি করা হয়নি। তাই এবার ঘোড়ামারা দ্বীপের রায়পাড়া এলাকায় জেটিঘাট নির্মাণের দাবি তুললেন এলাকাবাসীরা। কারণ বোল্ডার ফেলার পর থেকে ওই এলাকায় দীর্ঘদিন ধরে কোনও ভাঙন হয়নি। এলাকাবাসীদের দাবি, রায়পাড়া এলাকায় জেটিঘাট নির্মাণ করা হলে সেটি স্থায়ী হবে। রোজ এই দ্বীপ থেকে একটি ভুটভুটি কাকদ্বীপে দশবার যাতায়াত করে। প্রতিদিনই এক হাজারের বেশি মানুষ ভুটভুটিতে যাতায়াত করেন। কিন্তু জেটিঘাট না থাকায় তাঁদের বিপজ্জনকভাবে যাতায়াত করতে হয়।
এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা বিভূতিভূষণ জানা বলেন, দীর্ঘ প্রায় ২৫ বছর আগে এই এলাকায় একটি জেটিঘাট নির্মাণ করা হয়েছিল। তার আগেও একটি জেটিঘাট ছিল। কিন্তু সেই দুটি ঘাট মুড়িগঙ্গা নদীর গর্ভে চলে গিয়েছে। এখন দ্বীপের মন্দিরতলা এলাকায় ভুটভুটি এসে দাঁড়ায়। যাত্রীদের খুবই কষ্ট করে ওঠানামা করতে হয়। ভাটার সময় আবার কাঠের সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। রায়পাড়ায় একটি জেটিঘাট নির্মাণ করা হলে খুবই সুবিধা হয়।
এবিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, আমার কাছেও ওই এলাকায় একটি জেটিঘাট তৈরি করে দেওয়ার প্রস্তাব এসেছে। আমি শীঘ্রই ওই এলাকা পরিদর্শনে যাব। যদি পরিস্থিতি সব ঠিকঠাক থাকে, তাহলে ২০২৫-২৬ অর্থবর্ষে বিধায়কের তহবিল থেকে ওই এলাকায় একটি জেটিঘাট নির্মাণ করার ব্যবস্থা করা হবে। -নিজস্ব চিত্র
19h 19m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা