বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

প্রধানের গ্রেপ্তারি দাবি, তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের পথ অবরোধ

সংবাদদাতা, বসিরহাট: তৃণমূল পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারির দাবিতে রাস্তা অবরোধ দলেরই পঞ্চায়েত সদস্যদের। ঘটনাটি ঘটেছে সন্দেশখালি দুই নম্বর ব্লকের বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ সেখানকার প্রধান হাজি সিদ্দিকি মোল্লার বিরুদ্ধে। মঙ্গলবার সকাল দশটা নাগাদ প্রধানের গ্রেপ্তারি ও অপসারণের দাবিতে সরবেড়িয়া ধামাখালির রামপুর বাজারের রাস্তা অবরোধ করেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি একাধিক দুর্নীতি করছেন। রাস্তা তৈরি না করেই রাস্তা হয়েছে বলে দেখিয়ে সেই টাকা আত্মসাৎ করেছেন। এই সব অন্যায়ের প্রতিবাদ করলে তিনি আমাদের হুমকি দিচ্ছেন।
সোমবার হাজি সিদ্দিকির বিরুদ্ধে ওঠা দুর্নীতি অভিযোগের তদন্ত করতে আসেন পঞ্চায়েত আধিকারিকরা ও বিডিও। তাঁদের সামনেই ওই পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের কুপিয়ে খুন করার হুমকি দেন প্রধান। এই ঘটনার পর সোমবারই সন্দেশখালি থানায় প্রধানের গ্রেপ্তারের দাবি জানান ওই পঞ্চায়েতের সদস্যরা। এরপর এদিন সকাল দশটা নাগাদ তৃণমূল কর্মী ও পঞ্চায়েত সদস্যরা রাস্তা অবরোধ করেন। তখন ন্যাজাট থানার বিশাল পুলিস বাহিনী গিয়ে কথা বলে অবরোধ তুলে দেয়।
এই বিষয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য তোমিজউদ্দিন মোল্লা বলেন, প্রশাসন সব কিছু জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। আমরা তৃণমূলেরও একাধিক উচ্চপদস্থ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এই রাস্তা অবরোধ করছি। এদিকে, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, সেই প্রধান হাজি সিদ্দিকি বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সব মিথ্যা। আসলে আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আমি দলকে সবকিছু জানিয়েছি।
18h 18m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা