বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ছিনতাইয়ের তদন্তে নেমে বাইক চুরি  চক্রের হদিশ পেল পুলিস, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল সাপ। একটি ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, অভিযুক্তরা বাইক চুরিতে পারদর্শী। তাদের মধ্যে একজন আবার ওই চোরাই বাইক নিয়ে অ্যাপ নির্ভর সংস্থায় যাত্রী পরিষেবা দেয়। আসলে দুই ছিনতাইকারী আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের পান্ডা। তাদের এই কর্মকাণ্ড দেখে অবাক লেক থানার অফিসাররা। তাদের পাকড়াও করা গিয়েছে। ধৃতদের কাছ থেকে মিলেছে একটি চোরাই বাইক ও  ছিনতাই হওয়া সোনার চেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে লেক থানা এলাকায় এক বৃদ্ধার সোনার হার ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাইকে করে এসে দুই দুষ্কৃতী হার ছিনিয়ে চম্পট দিয়েছিল। দু’জনের মাথাতেই ছিল হেলমেট। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে লেক থানা ছিনতাইয়ের মামলা রুজু করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাইকের নম্বর হাতে পান তদন্তকারীরা। ওই নম্বরের বাইকের সন্ধান চালাতে গিয়ে জানা যায়, সেটি মহেশতলা থানা এলাকা থেকে চুরি গিয়েছে। ডুপ্লিকেট চাবি ব্যবহার করে বাইকটি হাতিয়েছে দুষ্কৃতীরা। স্বভাবতই ছিনতাইয়ের তদন্তের সঙ্গে জুড়ে যায় বাইক চুরির মামলা। এরপর কলকাতা ও লাগোয়া জেলায় বাইক চুরি চক্রের সদস্যদের খোঁজ শুরু হয়। প্রযুক্তির মাধ্যমে ওই দুই দুষ্কৃতীর মুখের ছবি হাতে পায় পুলিস। বিভিন্ন থানায় তা দেখানোর পর তদন্তকারীরা জানতে পারেন, অভিযুক্তদের একজন হল ইমরান নাজির, অন্যজন সুরজ সোনকার। তারাই মহেশতলা এলাকা থেকে বাইক চুরি করেছিল। ওই বাইকে করে গিয়েই ছিনতাই করেছিল তারা। এরপর দু’জনকে মহেশতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, তারা কলকাতার বিভিন্ন থানা এলাকা সহ লাগোয়া জেলায় বাইক চুরি করে বেড়াত। চোরাই বাইক ভিন রাজ্যে পাচার করত তারা। বাংলা-বিহারের সীমান্তে নিয়ে যাওয়ার পর বদল করা হতো বাইকের নম্বর প্লেট। তদন্তে জানা গিয়েছে, ধৃতরা আন্তঃরাজ্য বাইক পাচার চক্রের বড় মাথা। চুরির পর বাইকের রং বদলে জাল নম্বর প্লেট লাগাত তারা। ইমরান আবার চোরাই বাইক নিয়েই অ্যাপ নির্ভর সংস্থায় যাত্রী পরিষেবা দিত। যে বাইকে চড়ে তারা ছিনতাই করেছিল, সেটি অ্যাপ-বাইক হিসেবেই ব্যবহার করত সে। এখনও পর্যন্ত কতগুলি বাইক তারা হাতিয়েছে এবং সেগুলি কোথায় রয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
18h 18m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা