বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিপূরণ দিতে নতুন বিমা আনছে কেন্দ্র

নিজস্ব  প্রতিনিধি, নয়াদিল্লি: নতুন বিমা আসছে। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যে ক্ষয়ক্ষতি হয়, তার ক্ষতিপূরণ দেয় কেন্দ্র ও রাজ্য সরকার। কেন্দ্র সামগ্রিকভাবে রাজ্য সরকারকে দেয় বিপর্যয় জনিত ক্ষতিপূরণ। বিভিন্ন সময় অভিযোগ ওঠে ক্ষতিপূরণ বরাদ্দ হলেও প্রকৃত ক্ষতিগ্রস্তের কাছে সেই টাকা পৌঁছয় না। প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবার যাতে ক্ষতিপূরণ পায়, সেটি নিশ্চিত করার  জন্য প্রাকৃতিক বিপর্যয় জনিত বিমা নিয়ে আসার পরিকল্পনা করেছে কেন্দ্র। এই বিমাবাবদ যে প্রিমিয়াম দিতে হবে, তার একাংশ সরকারিভাবে ভরতুকি দেওয়ার কথা ভাবা হয়েছে। এই পরিকল্পনা রূপায়ণ করার জন্য কমিটি অন ডিজাস্টার রিস্ক রিডাকশন গঠিত হয়েছে। এই কমিটি এবং অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিস বিমার রূপরেখা তৈরি করবে। বিভিন্ন সরকারি ও বেসরকারি বিমা সংস্থাকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে। সাইক্লোন, বন্যা, ভূমিকম্প ইত্যাদি তো বটেই, এমনকী অতিরিক্ত গরমে ফসল জ্বলে যাওয়া, প্রাণিসম্পদের প্রাণহানি, অতিরিক্ত ঠান্ডা কিংবা অকাল বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে লোকসান হওয়াকেও এই বিমার অধীনে নিয়ে আসা হবে। ইতিমধ্যেই সংসদীয় স্থায়ী কমিটি এই এই লক্ষ্যে বিমা চালু করা যায় কি না, তা খতিয়ে দেখতে সরকারকে সুপারিশ করেছে। বিমা সংস্থাগুলিকে বলা হচ্ছে, এই প্রাকৃতিক বিপর্যয় বিমা যদি চালু করা হয়, তাহলে বিপর্যয় তহবিল গঠন করতে হবে। বলা হবে, সবথেকে দ্রুততার সঙ্গে বিমার ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে। কোনও কারণেই দেরি করা চলবে না। রাজ্য সরকারগুলিকেও এই বিমায় যুক্ত করতে চাইছে কেন্দ্র।
20h 20m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা