বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

৫০০ হোমগার্ড নিয়োগের   সিদ্ধান্ত কলকাতা পুলিসে

সুজিত ভৌমিক, কলকাতা: নতুন করে কলকাতা পুলিসে ৫০০ জন হোমগার্ড নিয়োগ করা হবে। সোমবার নবান্ন থেকে এই সংক্রান্ত একটি ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে নতুন অর্থবর্ষের গোড়াতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কলকাতা পুলিসের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে।
কলকাতার পুলিস কমিশনারকে পাঠানো ওই ছাড়পত্রে জানানো হয়েছে, ‘নতুন ৫০০ হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ পদ কলকাতা পুলিস এবং রাজ্য পুলিসে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ ৪৫০ জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলেমেয়েদের মধ্য থেকে। আর বাকি ৫০টি পদে নিয়োগ করা হবে কর্মরত যোগ্য সিভিকদের থেকে।’ ফলে গোটা রাজ্যে কর্মরত সিভিকদের সামনে উত্তরণের নতুন সুযোগ থাকছে। 
লালবাজার সূত্রের খবর, হোমগার্ড নিয়োগের জন্য কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবেন। প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের ৬০ নম্বরের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে। সিভিকদেরও এই লিখিত পরীক্ষায় বসতে হবে। কত নম্বর পেলে লিখিত পরীক্ষায় পাশ করা যাবে, তা ঠিক করবে এনরোলমেন্ট কমিটি। লিখিত পরীক্ষায় পাশ করলে প্রশিক্ষণের পর নিয়োগ হবে কলকাতা পুলিসের হোমগার্ড পদে।  
বিগত পঞ্চায়েত ভোটে হিংসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের নির্দেশে ২০২৪ সালের জানুয়ারিতে প্রায় রাতারাতি ভাঙড় অধিগ্রহণ করে কলকাতা পুলিস। এরফলে কলকাতা পুলিসের এলাকা ৩২৪ বর্গ কিমি থেকে এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৫৩০ বর্গ কিমিতে। চলতি বছরের শেষে নরেন্দ্রপুর থানা ভেঙে আরও দু’টি নতুন থানা কলকাতা পুলিসে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। মূলত, সেকথা মাথায় রেখেই রাজ্য এক লপতে ৫০০ জন নতুন হোমগার্ড নিয়োগের ছাড়পত্র দিয়েছে লালবাজারকে।
উল্লেখ্য, কলকাতা পুলিসে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগ দীর্ঘদিন বন্ধ ছিল। ফলে কলকাতা পুলিসের থানা, ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিভাগ কার্যত পুলিসের অভাবে ধুঁকছিল। অবশেষে ২০২৩-২৪ সালে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগ হয়েছে। এবার হোমগার্ড পদে নিয়োগের ছাড়পত্র হাতে এল লালবাজারের। 
19h 19m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা