বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কেন্দ্রের প্রচারই সার, ব্যাঙ্কে হয়রান গ্রাহক, পরিষেবার বহর বাড়লেও স্তব্ধ কর্মী নিয়োগ

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: ‘ফিনান্সিয়াল ইনক্লুশন’। সাধারণ মানুষকে কতটা সুষ্ঠু আর্থিক পরিষেবার আওতায় আনা গেল, তার মাহাত্ম্য বোঝাতে এই কথাটি প্রায়শই ব্যবহার করে কেন্দ্র। দেশবাসীকে ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনা তারই অন্যতম দিক। সেই কাজটি ‘মন দিয়ে করতে’ হরেক প্রকল্প চালু করেছে মোদি সরকার। জনধন যোজনা থেকে শুরু করে রান্নার গ্যাসের ভর্তুকি—ব্যাঙ্ক ব্যবস্থায় আসা ছাড়া সাধারণ মানুষের এখন গতি নেই। আর এই ফর্মুলায় সবার আগে অবশ্যই যাবতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। কিন্তু এখানে প্রধান প্রশ্নটা হল, সাধারণ মানুষ ব্যাঙ্কে গিয়ে পরিষেবা সুষ্ঠুভাবে পাচ্ছে কি? ব্যাঙ্কের কর্মী সংখ্যা সংক্রান্ত সাম্প্রতিক পরিসংখ্যান দু’টি অঙ্ক স্পষ্ট করে দিয়েছে। প্রথমত, মোদি জমানায় হু হু করে নেমেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী সংখ্যা। অথচ ব্যাঙ্কের শাখার সংখ্যা বেড়েছে অনেকটাই। অর্থাৎ সরকারি চাকরির বাজার যে ক্রমশ সঙ্কুচিত হচ্ছে, তার প্রমাণ দিচ্ছে ব্যাঙ্কে পড়ে থাকা শূন্যপদই। দ্বিতীয়ত, গত কয়েক বছরে গ্রাহক যেভাবে বেড়েছে, সেই তুলনায় কর্মী সংখ্যা অত্যন্ত কম। দেশের বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির তথ্য বলছে, একজন কর্মী গড়ে দু’হাজারের বেশি গ্রাহককে পরিষেবা দেন! বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে সেই সংখ্যাই কিন্তু তিনশোর আশপাশে।
২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার আগে দেশে ব্যাঙ্ক শাখার সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ১৮ হাজার। তা ২০২৪ সালের শেষে এসে তা দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৬১ হাজারে। এর মধ্যে এক লক্ষেরও বেশি ব্যাঙ্ক শাখা গ্রাম ও আধা শহরগুলিতে অবস্থিত। এর একটা বড় অংশ দখলে রেখেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেখানে কর্মী সংখ্যা কত? এই সংক্রান্ত জবাব সংসদেই দিয়েছে মোদি সরকার। অর্থমন্ত্রক জানিয়েছে, ২০১৭ সালে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে কর্মী সংখ্যা ছিল প্রায় ২ লক্ষ ৬৯ হাজার। চলতি বছর, অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি সেই সংখ্যা কমে হয়েছে প্রায় ২ লক্ষ ৪৮ হাজার। অর্থাৎ সাত বছরে কর্মী কমেছে ২০ হাজারের বেশি। ২০১৭ সালে সাব স্টাফের সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ১৯ হাজার। সেটা এখন প্রায় ৮৯ হাজার। অর্থাৎ এখানে কর্মী কমেছে প্রায় ৩০ হাজার। ২০০৭ সালের সঙ্গে তুলনা করলে কর্মী সংখ্যা কমেছে এক লক্ষের বেশি। ব্যাঙ্ক কর্মীরা বলছেন, গ্রাহকদের পরিষেবা দেন এঁরাই। অথচ তাঁদের সংখ্যা কমে যাওয়ায় শিকেয় উঠছে পরিষেবা। গ্রাহকরা ক্ষোভ উগরে দিচ্ছেন দিনের পর দিন।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর বলেন, ‘কেন্দ্রের তথ্যই বলছে, এসবিআইয়ে ২ হাজার ১২০ জন গ্রাহকের জন্য বরাদ্দ একজন কর্মী। ইউনিয়ন ব্যাঙ্কে ২ হাজার ৭৭৮ জন গ্রাহক পিছু দায়িত্ব নেন একজন। অথচ বেসরকারি ব্যাঙ্কগুলিতে কর্মী পিছু গ্রাহক সংখ্যা গড়ে ৩০০। পাশাপাশি সরকারি আর্থিক প্রকল্পগুলির চাপ যেহেতু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতেই সবচেয়ে বেশি, তাই সেইসব শাখায় ভিড়ও হয় মারাত্মক। দেশের নানা প্রান্তে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখাগুলিতেই গ্রাহকের হাতে কর্মীরা শারীরিকভাবে নিগৃহীত হচ্ছেন। এরাজ্যেও এমন ঘটনা ঘটছে। আমরা সরকারের কাছে বারবার বলছি, কর্মী নিয়োগ না হলে এই বিপুল সংখ্যক গ্রাহককে সুষ্ঠু পরিষেবা কোনও মতেই সম্ভব নয়। কিন্তু সরকার সেসব কথা শুনতে নারাজ। বাধ্য হয়ে চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ আমরা ব্যাঙ্ক ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছি।’
20h 20m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা