বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

নাসিকের পূর্ণকুম্ভ আয়োজনের শীর্ষ দায়িত্বে বাঙালি  অধ্যাপক, সুরক্ষা-প্রশ্নে প্রয়াগের ভুল থেকেই শিক্ষা

অর্পণ সেনগুপ্ত, কলকাতা: প্রয়াগরাজের ‘মহাকুম্ভের’ পর এবার ‘পূর্ণকুম্ভ’ হবে নাসিকে। পোশাকি নাম ‘নাসিক ত্রিম্বকেশ্বর সিংহস্থ’। ২০২৭ সালের আগস্টের শেষদিকে শুরু হতে চলেছে সেই কুম্ভস্নান। দেবেন্দ্র ফড়নবিশের মহারাষ্ট্রে সেই কুম্ভ আয়োজনের শীর্ষ দায়িত্বে এক বাঙালি অধ্যাপক তথা প্রযুক্তিবিদ। বম্বে আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ার প্রফেসর দীপঙ্কর চৌধুরীকে মেলার টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তিনি সরাসরি রিপোর্ট করবেন মুখ্যমন্ত্রীকে। তাই তাঁকে মুখ্যমন্ত্রীর সেকেন্ড-ইন-কমান্ড বললেও ভুল হবে না। মেলা আয়োজনে যোগীরাজ্যের ভুল থেকে শিক্ষা নিয়ে সুরক্ষা নিশ্চিত করতে চাইছেন এই কৃতী বাঙালি। এর জন্য উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে বৈঠকও চলছে। 
যেকোনও রাজ্যেই এ ধরনের মেগা ইভেন্টের দায়িত্বে থাকে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এসডিএমএ)। পদাধিকার বলে এই কমিটির চেয়ারম্যান হন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার অবশ্য বিধি সংশোধন করে উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারকেও এর সদস্য করা হয়েছে। রাজনৈতিক বাধ্যবাধকতায় হয়তো আর একটি সংশোধন করে অপর উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকেও এসডিএমএ-তে আনা হতে পারে। আর এই এসডিএমএ-তেও সরকারের বাইরে থেকে একমাত্র সদস্য রয়েছেন দীপঙ্করবাবু। তবে, মুখ্যমন্ত্রীকেই উত্তর দেওয়ার ক্ষেত্রে দায় থাকবে তাঁর।
কী ভাবছেন নির্বিঘ্নে কুম্ভ আয়োজনের জন্য? কেমন হবে কৌশল? দীপঙ্করবাবু স্বীকার করছেন, মহাকুম্ভের তুলনায় অনেক কম জনসমাগম হবে নাসিকের কুম্ভে। তবে, চ্যালেঞ্জ হল, স্নানের জায়গাগুলির স্থান খুবই সংকীর্ণ। বিশেষ করে গোদাবরীর উৎসস্থল বা পঞ্চবটী কুণ্ডে প্রয়োজনের তুলনায় বেশি ভিড় হলে সমস্যা হতে পারে। তাই ভিভিআইপিদের চাপ সুষ্ঠুভাবে সামাল দিয়েই অপ্রীতিকর ঘটনা এড়াতে চাইছেন মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক বা অটল সেতুর প্রধান ভিত্তিকার। যদিও, মহারাষ্ট্র পুলিসের তিন রেঞ্জের আইজি’র নেতৃত্বে পুলিস বাহিনী, বিপর্যয় মোকাবিলার এনডিআর এবং এসডিআর বাহিনী সুরক্ষার দায়িত্বে থাকবে। অগ্নিকাণ্ড রুখতে থাকছে দমকল বাহিনীও। কমিটিগুলিতে রাখা হয়েছে সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের।
প্রয়াগরাজের পদপিষ্টের ঘটনায় ভিভিআইপি সংস্কৃতিকেই কাঠগড়ায় তোলা হয়েছিল। তাই, এদিকটায় বেশি করে নজর দেওয়া হচ্ছে। দীপঙ্করবাবুর কথায়, ‘ওই ঘটনার পরে প্রয়াগরাজে গাড়ি নিষিদ্ধ করে, ভিভিআইপি নিয়ন্ত্রণ করে সুফল মিলেছে। তার পরে আর বড় কোনও অঘটন ঘটেনি। নাসিকেও তাই ভাবা হচ্ছে।’ ভিআইপি, ভিভিআইপিরা আসবেনই। অদূরেই মুম্বই। তাই বলিউডি তারকারা প্রয়াগের চেয়েও বেশি ভিড় জমাতে পারেন নাসিকে। তাঁদের নিয়ে জনসাধারণের তীব্র ভাবাবেগ সামাল দেওয়ার জন্য পৃথক ব্যবস্থা থাকবে। খুব সংকীর্ণ হলেও আলাদা ‘চ্যানেল’ নিয়ে নিয়ে যাওয়া হবে তাঁদের।
ইতিমধ্যেই রাজ্য সরকার ৭৫ কোটি টাকার প্রাথমিক তহবিল দিয়েছে। প্রয়াগে বড় সমস্যাগুলির একটি ছিল দুর্বল মোবাইল নেটওয়ার্ক। তাই অনেক বেশি মোবাইল টাওয়ার বসানো হবে। নাসিক ছোট শহর। এমন অনেক পরিকাঠামোগত উন্নয়নই করতে হবে সেখানে। তবে, রাজ্য সরকার জানিয়েছে, পরিকাঠামো উন্নয়নে অর্থ কোনও বাধা হবে না—যেমনভাবে প্রকল্প জমা পড়বে, সেভাবেই অনুমোদন করা হবে টাকা। রাস্তা চওড়া করা, নাসিক রেল স্টেশনের পাশে প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়ন, পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা এবং বিশ্রাম কক্ষ তৈরি—সফল কুম্ভ আয়োজনের জন্য যাবতীয় প্রয়োজনের করা হবে সবই।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা