বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

নরেন্দ্রপুরজুড়ে বেশিরভাগ সিসি   ক্যামেরা বিকল, প্রশ্ন বাসিন্দাদের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুর জুড়ে বিকল হয়ে পড়ে রয়েছে বেশিরভাগ সিসি ক্যামেরা। কোথাও আবার এই ক্যামেরার অস্তিত্বই নেই। সব মিলিয়ে পুলিসের ভরসা বিভিন্ন দোকান ও বাড়ির সিসি ক্যামেরা। ফলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। রক্ষণাবেক্ষণের অভাবেই ওইসব ক্যামেরা খারাপ হয়ে গিয়েছে বলে অভিযোগ তাঁদের। এমন অবস্থায় সরকারের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরা বসানোর আবেদন জানিয়েছে পুলিস প্রশাসন। 
যে কোনও অপরাধ বা দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ অপরাধীকে চিহ্নিত করতে বা কী ঘটেছিল তা জানতে অন্যতম ভরসা এই সিসি ক্যামেরা। কিন্তু নরেন্দ্রপুর থানার বিস্তীর্ণ এলাকা জুড়ে বিকল হয়ে পড়ে রয়েছে ক্যামেরাগুলি। থানা ঢোকার গলির মুখেই নেই কোনও সিসি ক্যামেরা। কামালগাজি ক্রসিংয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গাতেও এর কোনও অস্তিত্ব নেই। এই সমস্যার কথা স্বীকারও করেছে পুলিস। সাধারণ মানুষের বক্তব্য, বিভিন্ন পাড়া, রাস্তা, মোড় আদতে নজরদারিহীন হয়ে পড়ে রয়েছে।
পুলিস প্রশাসন সূত্রে খবর, গোটা নরেন্দ্রপুর থানা এলাকায় দু’শোর বেশ ক্যামেরা বসানোর প্রয়োজন রয়েছে। কিন্তু বর্তমানে আছে মাত্র ২৫ থেকে ৩০টি। ঝড়-বৃষ্টিতে আগের ক্যামেরাগুলি খারাপ হয়ে গিয়েছে বলে জানান বারুইপুর পুলিস জেলার এক কর্তা। সেক্ষেত্রে ক্যামেরা বসানোর জন্য কি নতুন করে পদক্ষেপ করা হবে? সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম বলেন, এই ব্যাপারে আমরা ফের উদ্যোগ নেব। আগে মিমি চক্রবর্তীর সাংসদ তহবিল থেকে একাধিক জায়গায় ক্যামেরা বসানো হয়েছিল। নতুন সাংসদ সায়নী ঘোষের সঙ্গে কথা বলা হবে। 
10h 10m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা