বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মুড়িগঙ্গার চরের বালি বিক্রি, নৌকা ও মেশিনভ্যান আটক

সংবাদদাতা, কাকদ্বীপ: নদীর চরের বালি কেটে নিয়ে তা বিক্রির কারবার চলছিল রমরমিয়ে। দীর্ঘদিন ধরে কয়েকজন অসাধু ব্যক্তি এই কাজ করছিল বলে অভিযোগ। মুড়িগঙ্গা নদীর বিভিন্ন জায়গায় নতুন চর সৃষ্টি হয়েছে। ভাটা হলেই চরগুলি জেগে ওঠে। সেই সময় যন্ত্রচালিত নৌকা নিয়ে গিয়ে সেখান থেকে বালি কাটা হয়। তারপর ওই বালি নৌকায় করে হাতানিয়া-দোয়ানিয়া নদীর সেতুর নীচের ঘাটে আনা হয়। সেখানে নৌকা খালি করে বালি ভর্তি করা হয় মেশিনভ্যানে। তারপর সেই সাদা বালি বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে এই কারবার চালানো হচ্ছিল। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নামখানা ব্লকের ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের আধিকারিক শ্যামল সরকার একটি নৌকা ও মেশিনভ্যান আটক করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই নৌকাতে নদীর চর কেটে বালি আনা হতো। আটক নৌকা ও মেশিনভ্যানটি নামখানা থানার আওতায় রয়েছে আপাতত। শ্যামলবাবু বলেন, ‘বিষয়টি আগে জানা ছিল না। তদন্ত করে দেখা হচ্ছে সবটা। নদীর চর থেকে এভাবে বালি কেটে নিয়ে আসা যায় না। এটা সম্পূর্ণ অবৈধ কাজ। যদি প্রমাণ মেলে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অবশ্যই খোঁজ নিয়ে দেখব।’
10h 10m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা