বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

কুপ্রস্তাবে নারাজ মহিলার টালির চালে ট্রেন থেকে পাথর, অভিযুক্তকে মারধর

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে বকেয়া টাকা দিচ্ছিল না। উল্টে টাকা দাবি করলে দেওয়া হতো কুপ্রস্তাব। এদিকে, ওই মহিলা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে অ্যাসিড মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। একাধিক পরিকল্পনা ‘ভেস্তে’ যাওয়ার পর সপ্তাহখানেক ধরে রাতের দিকে চলন্ত ট্রেন থেকে রেলবস্তি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ওই বস্তিতেই বাড়ি ওই মহিলার। পাথরের ছোড়ার ফলে মহিলার ঘরের বেশ কয়েকটি টালি ভেঙে গিয়েছে। শুধু ওই মহিলার নয়, আশপাশের ঘরের টালিও ভেঙেছে বলে অভিযোগ। পাথর ছোড়ার ফলে ওই বস্তির সামনে দাঁড় করানো একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় থানা ও রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কিন্তু ওই ‘মাতব্বরের’ হদিশ পাচ্ছিল না কেউ। শেষে মঙ্গলবার রাতে চলন্ত ট্রেন থেকে পাথর ছোড়ার সময় যাত্রীরা শেখ রমজান আলি নামের ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন। পরে এলাকার মানুষ গিয়ে তাকে গণধোলাই দেয়। পরে তাকে তুলে দেওয়া হয়েছে হাবড়া জিআরপি’র হাতে।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বারাসত-বনগাঁ রেলপথের ধারে বামনগাছিতে একটি রেল বস্তি রয়েছে। মহিলা ওই বস্তিতেই থাকেন। রমজানের সঙ্গে তিনি রং মিস্ত্রির কাজ করেন। কিন্তু রমজান তাঁকে দিয়ে বিভিন্ন জায়গায় কাজ করালেও সঠিকভাবে দিত না। প্রায় ছ’হাজার টাকার মজুরি বকেয়া ছিল। বকেয়া টাকা না পাওয়ায় ওই মহিলা এক সময়ে কাজ ছেড়ে দেন। অভিযোগ, সেই আক্রোশেই তাঁকে অ্যাসিড ছুড়ে মারার হুমকি দিয়েছিল রমজান। শেষমেশ অ্যাসিড না ছুড়ে মহিলার ঘর লক্ষ্য করে ট্রেন থেকে পাথর ছুড়তে শুরু করে সে। মঙ্গলবার রাতে রমজানকে ধরে ফেলে এলাকার মানুষ। এরপর গণধোলাই দিয়ে তাকে তুলে দেওয়া হয় হাবড়া জিআরপি’র হাতে। আক্রান্ত মহিলার অভিযোগ, প্রাপ্য টাকা চাইলে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের কুপ্রস্তাব দিয়েছিল রমজান। রাজি না হওয়ায় আমাকে অ্যাসিড মারার হুমকি দিয়েছিল। সেই চক্রান্ত রুখে দেওয়ায় এবার পরিকল্পিত হামলা।
11h 11m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা