বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

জ্যাকেটই টার্গেট! স্বরূপনগর শ্যুটআউটে মৃত যুবক, ধৃত ৪

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাতসকালে দ্রুত গতিতে বাইক ছুটিয়ে হাকিমপুর থেকে স্বরূপনগরের দিকে যাচ্ছিল বছর ৩২’এর যুবক ইসারুল গাজি। বাংলাদেশ সীমান্তের খুব কাছে গোবিন্দপুর পঞ্চায়েতের দত্তপাড়ায় তার পথ আটকায় অপর দুটি বাইকে চেপে আসা জনা পাঁচেক যুবক। উভয়পক্ষে শুরু হয় জোর বাকবিতণ্ডা, এরপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি। রক্তাক্ত অবস্থায় ইসারুল স্থানীয় একটি বাড়িতে গিয়ে আশ্রয়ও নিয়েছিল। কিন্তু সেখানেও ধাওয়া করে তার পরনের জ্যাকেট খুলে নিয়ে চম্পট দেয় হানাদাররা। কী ছিল ওই জ্যাকেটে? প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছিল, মৃত যুবক সীমান্তপারের চোরাকারবারের সঙ্গে যুক্ত। বেশ কয়েকবার গ্রেপ্তারও করা হয় তাকে। হামলাকারীরাও একই গ্যাংয়ের লোক বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী এক মহিলা জানিয়েছেন, জখম ওই যুবকের জ্যাকেটের পকেটে কিছু একটা ছিল। হামলাকারীরা বারবার সেটাই বের করে দিতে বলছিল। ইসারুল রাজি না হওয়ায় জোর করে তারা সেই জ্যাকেট নিয়ে চম্পট দেয়। জখম ইসারুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। 
গোটা ঘটনার ‘রহস্য’ এখানেই শেষ নয়! ঘটনার পর ঘণ্টা দুয়েকের মধ্যে হামলাকারীদের চারজনকে পুলিস গ্রেপ্তার করতে সক্ষম হলেও, উদ্ধার হয়নি জ্যাকেটটি। পুলিস বলছে, হামলাকারীদের দলের পঞ্চমজনের কাছেই রয়েছে ওই জ্যাকেট। ওই জ্যাকেটেই লুকিয়ে রয়েছে খুনের রহস্য। তার খোঁজ চলছে। তবে সোনার বাট নাকি অন্য কিছু লুকনো ছিল তাতে, তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসারুলের বাড়ি স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্তের তারালি গ্রামে। এদিন সকালে তার পথরোধের পর হামলাকারীদের সঙ্গে বাকবিতণ্ডার মাঝে গুলিবিদ্ধ হওয়ার পর ইসারুল ঢুকে পড়েছিল রাস্তার পাশে পরিত্যক্ত একটি বাড়িতে। ততক্ষণে তার পরনের জ্যাকেট নিয়ে চম্পট দেয় হামলাকারীরা। সেখানেই বেশ কিছুক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে ইসারুল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস এসে যুবককে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় শাঁড়াফুল গ্রামীণ হাসপাতালে। সেখানেই মারা যায় সে। পুলিসের অনুমান, পাচার কাজে যে গ্যাংয়ের সঙ্গে যুক্ত ইসারুল, সম্ভবত ‘ওপার’ থেকে আসা তাদের কোনও ‘কনসাইনমেন্ট’ সে লোপাট করার চেষ্টা চালাচ্ছিল। জ্যাকেটে লুকিয়ে তা অন্যত্র সরানো হচ্ছিল বলে মনে করা হচ্ছে। সে খবর জেনে গিয়েই গ্যাংয়ের বাকিরা তার উপর চড়াও হয়েছিল। 
প্রত্যক্ষদর্শী তাজমা বিবি বলেন, সকালে বাড়ির সামনে কাজ করছিলাম। হঠাৎ দেখি বেশ কয়েকজন এক যুবককে এলোপাথাড়ি মারছে। বলছিল, তোর কাছে যা আছে দিয়ে দে। নইলে রক্ষা নেই। আর তা বলতে বলতেই গুলির আওয়াজ। গুলিবিদ্ধ অবস্থাতেই দৌঁড়ে সে ঘরের ভিতরে ঢুকে যায়। যারা গুলি চালিয়েছিল, তারা বাইকে করে স্বরূপনগর বাজারের দিকে পালিয়ে যায়। তিনিও আরও বলেন,মৃতের পরনে একটি জ্যাকেট ছিল। আর সেই জ্যাকেটের পকেটে কোনও জিনিস ছিল। সেই বস্তুসহ জ্যাকেটটি খুলে নিয়ে দুষ্কৃতীরা পালায়। বসিরহাট পুলিস জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, চারজনকে ইতিমধ্যে ধরা হয়েছে এলাকার সিসি ক্যামেরা ফুটেজ দেখে। তারা এই ঘটনার কথা স্বীকারও করেছে। জেরা করে আসল কারণ জানা হবে। তাছাড়া জ্যাকেটের রহস্য জানতে চারজনকে আলাদা আলাদা করে জেরা করা হচ্ছে। 
11h 11m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা