বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

রেলকর্মীদের পদন্নোতির পরীক্ষা গ্রহণের দায়িত্বেও এবার রেল বোর্ড, লক্ষ্য স্বচ্ছতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেবলমাত্র নয়া নিয়োগই নয়, এবার কর্মী-অফিসারদের বিভাগীয় পদোন্নতি সংক্রান্ত পরীক্ষাও নেবে রেল বোর্ড। বুধবার দিল্লিতে বোর্ডে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আগামীতে রেলকর্মীদের পদোন্নতি সংক্রান্ত মূল্যয়ান ও পরীক্ষা কেন্দ্রীয়ভাবে বোর্ডের নিয়ন্ত্রণে চলে গেল। দেশের ১৭টি রেল জোনকে পদোন্নতি সংক্রান্ত বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করতে বলা হয়েছে। তার ভিত্তিতে প্রতিবছর এই প্রক্রিয়া সম্পন্ন হবে। 
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ভারতীয় রেলের কর্মী নিয়োগের দায়িত্বে রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই নিয়োগ সুনিশ্চিত করতে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) ব্যবস্থা চালু করেছে আরআরবি। রেলের দাবি, গত ১০ বছরে প্রায় ৭ কোটি পরীক্ষার্থী এই ধরনের পরীক্ষায় বসেছেন। বিরাট সংখ্যক চাকরি প্রত্যাশীর মূল্যায়নে কোনোরকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অত্যাধুনির প্রযুক্তি ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মিশেলে এই সিবিটি মূল্যায়ন হয়। 
এই প্রসঙ্গে রেল বোর্ডের এক কর্তা বলেন, বিভাগীয় পদোন্নতি সংক্রান্ত পরীক্ষার স্বচ্ছতা নিয়ে আমাদের কাছে ভূরি ভূরি অভিযোগ এসেছে। বিভিন্ন রেলওয়ে জোন এই পরীক্ষা নিত। সেক্ষেত্রে যোগ্যতার বদলে ভিন্ন কোনও মানদণ্ড তৈরি হয়েছিল। এই ঘুঘুর বাসা ভাঙতেই বোর্ড সার্বিক এই ব্যবস্থা নিজের হাতে নিয়ে নিল। তিনি আরও বলেন, আগে রেলে চাকরির ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ উঠল। আরআরবি’র হাতে গোটা প্রক্রিয়া চলে যাওয়ার পর সেই প্রচলিত চর্চা ভেঙে গিয়েছে। তবে পদোন্নতি সংক্রান্ত মূল্যায়নে এখনও দুর্নীতির গন্ধ লেগে থাকত। অপারেটিং, কমার্শিয়ালসহ রেলের সর্বাধিক কর্মী-অফিসার সংবলিত বিভাগগুলিতে প্রোমোশনে অস্বচ্ছতার উদাহরণ রয়েছে। এবার পদোন্নতি সংক্রান্ত বিষয়টি বোর্ডের দখলে চলে যাওয়ায় সংশ্লিষ্ট কালো অধ্যায়ের অবসান হবে। আশাবাদী ওই কর্তা।
11h 11m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা