বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

যোগীরাজ্যে দলিত কিশোরীকে গণধর্ষণ, অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হল ওম ট্যাটু!

লখনউ, ৬ মার্চ: বছর চোদ্দ বয়সি এক দলিত কিশোরীকে অপহরণ করে দু’মাসের বেশি গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায়। এই ঘটনায় অভিযুক্ত চার জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। বাকি তিনজন ফেরার। এদিকে, মামলা তুলে নেওয়ার জন্য তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
পরিবারের অভিযোগ, গত ২ জানুয়ারি দর্জির দোকানে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ করে চার দুষ্কৃতী। জোর করে একটি গাড়িতে তুলে তাকে বেহুঁশ করে দেওয়া হয়েছিল। এর পরে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত কোনও স্থানে। তাকে একটি ঘরে বন্দি করে রাখা হয়। সেখানে দিনের পর দিন চলে পাশবিক অত্যাচার। এই ঘটনায় চার অভিযুক্ত সলমন, জুবাইর, রশিদ ও আরিফের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের হয়েছে।
ভগতপুর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সঞ্জয় কুমার পাঞ্চাল জানিয়েছেন, নির্যাতিতা কিশোরি হাতে ‘ওম্’ ট্যাটু ছিল। বন্দি করে রাখার সময় অ্যাসিড দিয়ে সেটি পুড়িয়ে দেয় অভিযুক্তরা। জোর করে খাওয়ানো হয়েছিল মাংসও। সেইসঙ্গে চলত অত্যাচার। পুলিসে দাখিল অভিযোগে এমনই দাবি করেছে নির্যাতিতার পরিবার।
চারজন মিলে দিনের পর দিন ওই দলতি কিশোরিকে নির্যাতন করে।
একদিন সুযোগ পেয়েছে কোনওরকমে সেখান থেকে পালিয়ে যায় বছর চোদ্দর ওই নাবালিকা। ২ মার্চ বাড়িতে ফেরে সে। সঙ্গে সঙ্গে তার পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়। যার পরিপ্রেক্ষিতে তৎপর হয় প্রশাসন। মঙ্গলবার অন্যতম অভিযুক্ত সলমনকে পুলিস গ্রেপ্তার করে। তাকে জেলে পাঠানো হয়েছে। বাকি তিন ফেরার অভিযুক্তের সন্ধানে চলছে তল্লাশি।
13h 13m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা