বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ট্যাংরা কাণ্ডের পুনর্নির্মাণ, মেয়ের ঘরে ঢুকে কেঁদে ফেললেন প্রসূন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেরায় প্রথম থেকেই স্বীকার করে এসেছেন, প্রথম খুন তিনি করেন মেয়ে প্রিয়ংবদাকেই। তারপর স্ত্রী রোমি ও বউদি সুদেষ্ণা। বুধবার পুলিসের সঙ্গে শীল লেনের বাড়িতে ঢুকে সেই মেয়েই খানখান করে দিল ‘ঘাতক’ বাবাকে। এন আর এস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বুধবার ছিল ট্যাংরা কাণ্ডের পুনর্নিমাণ। আর মেয়ের ঘরের সামনে পৌঁছনো মাত্র কেঁদে ফেললেন প্রসূন দে। ঘরের আসবাব, খালি বিছানা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলেন না। একমাত্র মেয়েকে খুন করেছিলেন তো এই ঘরেই! এই দৃশ্য দেখে বিস্ময় ধরা পড়ে সেখানে হাজির পুলিস কর্মীদের চোখেমুখে। এতদিন অনুতাপ থাকলেও যথেষ্টই শক্ত ছিলেন প্রসূন। এদিন ছিল উল্টো ছবি। ওই ঘরে দাঁড়িয়েই তদন্তকারী অফিসারদের প্রসূন দেখান, কীভাবে মেয়েকে ‘সরিয়ে দিয়েছিলেন’ তিনি। 
১৮ ফেব্রুয়ারি রাত ১টা নাগাদ দাদা-ভাইপোকে নিয়ে আত্মহত্যা করতে বেরিয়ে পড়েছিলেন প্রসূন। তার ১৬ দিন পর ফিরলেন। তাও পুলিসের গাড়িতে। মূল দরজা খুলে বেলা ২টো ২৫ নাগাদ তাঁকে ঢোকানো হয় বাড়িতে। তিনটি তলার কোথায় কী রয়েছে, সেটি প্রথমে দেখিয়ে দেন তিনি। সঙ্গে নীচের পার্কিং এরিয়া। দু’তলায় এসে প্রথমেই ঢোকেন মেয়ের ঘরে। তদন্তকারীরা কিছু জিজ্ঞাসা করার আগেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন প্রসূন। তারপর অঝোরে কান্না। কিছুক্ষণ পর বলতে শুরু করেন, ‘একমাত্র মেয়েটা এখানে শুয়েছিল। তখনও বেঁচে।’ স্ত্রী রোমি কীভাবে মেয়ের পা চেপে ধরলেন এবং তিনি কীভাবে শ্বাসরোধ করলেন, তার পুরোটাই অভিনয় করে দেখান দে পরিবারের ছোট ছেলে। এরপর স্ত্রী ও বউদির ঘর। কীভাবে শিরা কাটা হয়, তার পুনর্নির্মাণ। বালিশ দিয়ে কীভাবে ভাইপোর মুখ তিনি চেপে ধরেছিলেন, সেটাও প্রসূন দেখিয়েছেন আধিকারিকদের। তারপর উপরতলায় গিয়ে দেখান, দাদা প্রণয়ের সঙ্গে কোথায় বসেছিলেন, ছুরি কোথায় রেখেছিলেন এবং কোন বাথরুমে রক্তমাখা জামাকাপড়  বদলান। গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করা হয়েছে। বেলা ৪টে ৫৮ মিনিট নাগাদ তাঁকে নিয়ে বেরিয়ে যান তদন্তকারীরা। 
প্রসূন তদন্তকারীদের জানিয়েছেন, ফেব্রুয়ারির শুরু থেকেই তাঁরা নিজেদের শেষ করে ফেলার পরিকল্পনা করছিলেন। ১৬ ফেব্রুয়ারি, অর্থাৎ রবিবার ঠিক হয়, ওইদিনই সবাই ঘুমের ওষুধ মেশানো পায়েস খাবেন। কিন্তু দাদা বলেন, ‘তোর মেয়ের স্কুল রয়েছে সোমবার। আর ওইদিন সকাল থেকেই ড্রাইভার, পরিচারিকা থেকে শুরু করে অন্যরা আসবে। গেট খুলতে হবে। ফোন না ধরলে, বা বন্ধ পেলে সবারই সন্দেহ হবে। আর একসঙ্গে সবাইকে আসতে বারণও করা যাবে না।’ তাই ঠিক হয়, পরদিন রাতে আত্মহত্যা করা হবে। সোমবার সকাল থেকে একে একে জানিয়ে দেওয়া হয়, মেয়ের মঙ্গল ও বুধবার ছুটি। কাজে আসতে হবে না। প্ল্যান চূড়ান্ত রূপ নেয় ১৭ ফেব্রুয়ারি রাতে। পায়েস খান পরিবারের সকলে। কিন্তু তাতে কাজ না হওয়ায় প্রথমে শ্বাসরোধ করে প্রিয়ংবদা এবং তারপর স্ত্রী ও বউদিকে হাতের শিরা কেটে খুন করেন প্রসূন।
10h 10m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা